নয়াদিল্লি: একদিকে যেমন রাজনৈতিক ডামাডোল চলছে, অন্যদিকে অর্থনৈতিক ক্ষেত্রেও প্রবল টালমাটালের শিকার পাকিস্তান (Pakistan)। সেই ছবিটা আরও প্রকট করল নতুন তথ্য। সম্প্রতি যে তথ্য প্রকাশ হয়েছে তাতে দেখা গিয়েছে মে মাসে পাকিস্তানে বার্ষিক মূল্যবৃদ্ধির হার ৩৭.৯৭ শতাংশ। অর্থাৎ অস্বাভাবিক হারে বেড়েছে জিনিসের দাম, পড়ে গিয়েছে পাকিস্তানের টাকার দাম। মূল্যবৃদ্ধির সূচকের মাপকাঠিতে গোটা দক্ষিণ এশিয়ায় (South Asia) সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধি হয়েছে পাকিস্তানে। কয়েকদিন আগে আর্থিক ভাবে ধসে যাওয়া শ্রীলঙ্কার থেকেও মূল্যবৃদ্ধির হার বেশি পাকিস্তানে। 


ব্যুরো অফ স্ট্যাটিসটিক্স থেকে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তামাক ও অ্যালকোহল জাতীয় পানীয়ে গত এক বছরে মূল্যবৃদ্ধি হয়েছে ১২৩.৯৬ শতাংশ, বিনোদন ক্ষেত্রে মূল্যবৃদ্ধি হয়েছে ৭২.১৭ শতাংশ। পরিবহন ক্ষেত্রে মূল্যবৃদ্ধি (Inflation) হয়েছে ৫২.৯২ শতাংশ। অপচনশীল খাবারেও ভয়াবহ মূল্যবৃদ্ধি হয়েছে, সেটা ৫০ শতাংশেরও বেশি।


পাকিস্তানের অর্থনীতির (Pakistan Economy) এই চরম দশা একদিনে হয়নি। একাধিক কারণ রয়েছে এর পিছনে। বিপুল পরিমাণে বিদেশি ঋণের বোঝা রয়েছে পাকিস্তানের উপর। ক্রমাগত পড়ে চলেছে পাকিস্তানের মুদ্রার দাম। পাকিস্তানের বিদেশি তহবিলও এখন তলানিতে। মড়ার উপর খাঁড়ার ঘা ফেলেছে শক্তির অপ্রতুলতা (Energy Crisis) এবং ২০২২ সালের ভয়াবহ বন্যা। সব মিলিয়ে নাকানিচোবানি খাচ্ছে পাকিস্তান। 


একদিকে যখন অর্থনীতির এমন দশা। তখনই সেদেশের রাজনীতির ক্ষেত্রেও নানা সমস্যা চলছে। গত এপ্রিলে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) গ্রেফতার করা হয়েছিল। তারপরেই অশান্তি ছড়িয়েছিল গোটা দেশে। রাস্তায় রাস্তায় সংঘর্ষে জড়িয়েছিলেন পুলিশ ও ইমরানের অনুগামীরা। 


এমন সময়ে মুদ্রাস্ফীতির রিপোর্ট সামনে এল, যার এক সপ্তাহের মধ্যে সে দেশের বার্ষিক বাজেট পেশ করতে চলেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সরকার।


খাবারের মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে আলু, ময়দা, চা, গম, ডিম এবং চালের। বিপুল দাম বেড়েছে বইখাতা, গাড়ির তেল, সব রকমের সাবান, দেশলাইয়ের। বিপুল মূল্যবৃদ্ধি সরাসরি আঘাত হেনেছে দেশের দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণির উপর। বিক্রিও কমেছে, পড়াশোনাতেও ধাক্কা লেগেছে।


এর আগে এপ্রিলে পাকিস্তানের মূল্যবৃদ্ধি ছিল ৩৬.৪ শতাংশ। মে মাসের আগে পর্যন্ত সেটাই সে দেশের সর্বকালের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি ছিল। সেই রেকর্ডও ভেঙে দিল মে মাসের রেকর্ড। 


আরও পড়ুন: Use of Rose petals: ত্বক ভাল রাখতে গোলাপের গুরুত্ব অপরিসীম, কীভাবে ব্য়বহার করবেন?