Panchayat Election : বালুরঘাটে গণনা কেন্দ্র থেকে হার্ড ডিস্ক সহ সিসি ক্যামেরা উধাও !
West Bengal Panchayat Poll 2023: নির্বাচনী-সন্ত্রাসে মৃত্যুমিছিল অব্যাহত। ভাঙড়ে ভোটের আগের দিন আক্রান্ত তৃণমূলকর্মীর মৃত্যু।
ABP Ananda Last Updated: 16 Jul 2023 11:24 PM
প্রেক্ষাপট
বিচারব্যবস্থাকে বেলাগাম আক্রমণ। অভিষেকের গ্রেফতারি দাবি সৌমিত্রের। সাংসদ পদ খারিজ চেয়ে স্পিকারকে চিঠি। মানুষের কথাই বলেছেন অভিষেক। পাল্টা শান্তনু। গণনার পরের দিন আক্রান্ত। আশঙ্কাজনক অবস্থায় কৃষ্ণনগর থেকে কলকাতার বেসরকারি হাসপাতালে আনা...More
বিচারব্যবস্থাকে বেলাগাম আক্রমণ। অভিষেকের গ্রেফতারি দাবি সৌমিত্রের। সাংসদ পদ খারিজ চেয়ে স্পিকারকে চিঠি। মানুষের কথাই বলেছেন অভিষেক। পাল্টা শান্তনু। গণনার পরের দিন আক্রান্ত। আশঙ্কাজনক অবস্থায় কৃষ্ণনগর থেকে কলকাতার বেসরকারি হাসপাতালে আনা হল বিজেপির পরাজিত মহিলা প্রার্থীকে। নির্বাচনী-সন্ত্রাসে মৃত্যুমিছিল অব্যাহত। ভাঙড়ে ভোটের আগের দিন আক্রান্ত তৃণমূলকর্মীর মৃত্যু। ক্যানিয়ে শাসক দলের কর্মীকে কুপিয়ে খুন। ভয়ের ভাঙড়ে ফের মৃত্যু। উদ্ধার বোমা। আইএসএফকে আক্রমণ সওকতের। পারলে প্রমাণ করুন, পাল্টা চ্যালেঞ্জ নৌশাদের। নৌশাদের পর এবার ভাঙড়ে আরাবুল-সওকতকে বাধা। ১৪৪ ধারা জারি। নিহত তৃণমূলকর্মীর দেহ নিয়ে ভাঙড়ে ঢুকতে বাধা পুলিশের। প্রতিবাদে বিক্ষোভ। ভোট শেষ হলেও শেষ নেই সন্ত্রাসের! বাসন্তীতে গুলিবিদ্ধ তৃণমূলকর্মী। দত্তপুকুরে তৃণমূলের পার্টি অফিসে বোমাবাজি। উদ্ধার তাজা বোমা। বাঁচতে চাইলে 'নো ভোট টু মমতা'। এবার নৌশাদকে বার্তা শুভেন্দুর। শাসকের অত্যাচারে অতিষ্ঠ সবাই সেটাই চায়। মন্তব্য নৌশাদের। আঁতাঁতের তত্ত্ব তৃণমূলের।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Panchayat Election : বিজেপি প্রার্থীর পুকুরে বিষ ঢেলে মেরে ফেলা হল কয়েক কুইন্টাল মাছ ! চাঞ্চল্য সাগরে
South 24 Parganas News : পুকুরে বিষ ঢালার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও শাসকদলের পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। Read More