Panchayat Election : বালুরঘাটে গণনা কেন্দ্র থেকে হার্ড ডিস্ক সহ সিসি ক্যামেরা উধাও !
Dakshin Dinajpur News : আইনের নজরে নিজেকে সুরক্ষিত রাখতেই সিসিটিভি উধাও করে দেওয়া হল না তো?' প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
বালুরঘাট : বেলাগাম সন্ত্রাস থেকে মারামারি-খুন। সঙ্গে অবাধ ভোট লুঠ, ছাপ্পা। প্রয়োজনীয় নিরাপত্তার গাফিলতি। পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) ঘিরে অভিযোগ পাহাড়। ভোটের সঙ্গে গণনার মাঝেও কারচুপি, পক্ষপাতিত্বের অভিযোগও রয়েছে। এর মাঝেই সামনে এল আরও এক চাঞ্চল্যকর অভিযোগ। বালুরঘাটে গণনা কেন্দ্র থেকে হার্ড ডিস্ক সহ সিসি ক্যামেরা উধাও!
যে ঘটনা নিয়ে আইসি-কে লেখা বিডিও-র চিঠি ট্যুইট করে আক্রমণে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ট্যুইট 'পঞ্চায়েত ভোটে রাজ্যজুড়ে ব্যালট লুঠ, ছাপ্পা, সন্ত্রাস হয়েছে। প্রশাসনিক আধিকারিকদের মদতে তৃণমূলের দুষ্কৃতীরা কারচুপি করেছে। বিডিও সাহেবের গলায় অনৈতিক কাজগুলো কাঁটার মতো বিঁধে গেছে। আইনের নজরে নিজেকে সুরক্ষিত রাখতেই সিসিটিভি উধাও করে দেওয়া হল না তো?' ভোট গণনার পরদিনই আইসি-কে চিঠি লেখেন বালুরঘাটের বিডিও। গোটা ঘটনা ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।
যেভাবেই হোক ভোটে জিততে হবে ! তাই ব্য়ালট ছিনতাই, ব্য়ালট পোড়ানো, ব্যালটে জল ঢেলে দেওয়া, এমনকী ব্য়ালট চিবিয়ে খাওয়ার পর্যন্ত অভিযোগ উঠেছে। এই সমস্ত ঘটনা ঘিরে চাপানউতোরের মাঝেই পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে (Narayanghar) উদ্ধার হয়েছে প্রচুর আধ-পোড়া ব্য়ালটও।
পঞ্চায়েত ভোটে রাজ্য জুড়ে ভোটের আগের রাত থেকে ব্যালট বাক্স খুলে ছাপ্পা, ভোটের দিন সন্ত্রাস করে ছাপ্পা, বৈধ ব্যালট লুঠ করে ফেলে দেওয়া, গণনাকেন্দ্রে বিডিও সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের মদতে তৃণমূলী দুষ্কৃতীদের সাহায্যে কারচুপি করে তৃণমূলকে জেতানোর ঘটনা তো ছিলোই। pic.twitter.com/Nobwqvr6x7
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) July 16, 2023
আরও পড়ুন- হারিয়েছে ফোন ? খুঁজে দেবে পুলিশই ! কী কী ধাপে এগোবেন ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন https://t.me/abpanandaofficial