Air Pollution Protest: মোদির ছবি-সম্বলিত ব্যানার বিরোধী সাংসদদের হাতে, লেখা, 'মৌসম কা মজা লিজিয়ে', দূষণের প্রতিবাদ সংসদের বাইরে
Congress on Pollution: এদিনই দূষণ ইস্যুতে সরকারকে একহাত নেন কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি।

নয়াদিল্লি : দিল্লি-এনসিআর ও উত্তর ভারতের একাংশে মারাত্মক দূষণ নিয়ে প্রতিবাদ বিরোধীদের। কেন্দ্রের বিরুদ্ধে সংসদের মকর দ্বারের সামনে প্রতিবাদ জানান বিরোধী সাংসদরা। এদিন অক্সিজেন মাস্ক ও হাতে ব্যানার নিয়ে শামিল হন তাঁরা। সেই ব্যানারে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি এবং তাতে লেখা, "মৌসম কা মজা লিজিয়ে"(অর্থাৎ, আবহাওয়া উপভোগ করুন)। সংসদে শীতকালীন অধিবেশন শুরু উপলক্ষে সম্ভাষণে একই মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী। এদিন মকর দ্বারের সামনে স্লোগান তুলে বিরোধীরা বায়ু দূষণ নিয়ে সংসদে আলোচনা দাবি করেন। সংসদ বিল্ডিংয়ের বাইরে এই প্রতিবাদে শামিল হন কংগ্রেস সভাপতি ও রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এবং কংগ্রেসের সংসদীয় দলের সভাপতি সোনিয়া গান্ধী।
এদিনই দূষণ ইস্যুতে সরকারকে একহাত নেন কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি। এনিয়ে যে বিরোধী সাংসদরা প্রতিবাদ জানাবেন তা তিনি আগেই সংবাদ সংস্থা ANI-কে জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, "বাইরের মানুষজন এটা বুঝতে পারবেন না...মনে হবে দিল্লি এবং আরও কয়েকটি শহর যেন গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। সেখানে শহরবাসীকে রেখে দেওয়া হয়েছে। এজন্য কেন্দ্রের ও রাজ্যের বিজেপি সরকার দায়ী। এদিন সংসদের মকর দ্বারে বিরোধী সাংসদরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাবেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন।"
সংসদে শীতকালীন অধিবেশনের চতুর্থ দিনে, উত্তর ভারতে বাতাসের গুণগত মান নিয়ে আলোচনা চেয়ে নোটিস জারি করেন কংগ্রেস সাংসদ মনিকম ঠাকুর, মণীশ তিওয়ারি ও বিজয়কুমার ওরফে বিজয় বসন্ত। কংগ্রেস নেতৃত্ব কেন্দ্রের কাছে আর্জি জানান, এই দূষণকে স্বাস্থ্য ক্ষেত্রে জাতীয় স্তরে জরুরি অবস্থা হিসাবে ঘোষণা করা হোক।
এ প্রসঙ্গে কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী বলেন, "কোন মরসুম আমাদের উপভোগ করা উচিত ? বাইরের পরিস্থিতি দেখুন। যেমনটা সোনিয়াজি বললেন, বাচ্চারা নিশ্বাস নিতে পারছে না। ওঁর (সোনিয়া গান্ধী) অ্যাজমা আছে এবং ওঁর মতো সিনিয়র সিটিজেনদের নিশ্বাস নিতে সমস্যা হচ্ছে। পরিস্থিতি বছরের পর বছর খারাপ হচ্ছে। প্রতি বছর শুধু বিবৃতি জারি করা হয়। কোনও দৃঢ় পদক্ষেপ নেওয়া হয় না। আমরা সকলেই বলেছি যে, সরকারকে পদক্ষেপ নিতে হবে এবং আমরা তাদের সঙ্গে আছি। এটা রাজনৈতিক ইস্যু নয় যে আমরা একে অপরের দিকে আঙুল তুলব।"
#WATCH | Congress MP Priyanka Gandhi Vadra says, "Which season should we enjoy? Look at the situation outside. Like Sonia ji said, children are unable to breath. She has asthma, and senior citizens like her are facing breathing difficulty. The situation keeps getting worse year… https://t.co/lc9n1Texoc pic.twitter.com/UW4U41ytT1
— ANI (@ANI) December 4, 2025























