এক্সপ্লোর
Advertisement
নাগরিকত্ব আইন বোঝাতে বলি তারকাদের ডাকলেন পীযূষ গয়াল, গেলেন না কর্ণ জোহর সহ অনেকে
নাগরিকত্ব আইন নিয়ে জোরদার প্রচারে নামছে বিজেপি। তাদের কার্যকরী সভাপতি জেপি নাড্ডা গতকাল উত্তর প্রদেশের গাজিয়াবাদের বৈশালী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এ ব্যাপারে বুঝিয়েছেন।
মুম্বই: সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মানুষের মনে জট খুলতে বলিউড তারকাদের গতকাল নৈশভোজে ডেকেছিলেন রেলমন্ত্রী পীযূষ গয়াল। অনেকেই গিয়েছিলেন কিন্তু অনুপস্থিত ছিলেন কর্ণ জোহর, ফারহান আখতারের মত পরিচিত মুখ।
উল্লেখযোগ্যভাবে পীযূষ যাঁদের ডাকেননি তাঁদের মধ্যে রয়েছেন স্বরা ভাস্কর, অনুরাগ কাশ্যপ, বরুণ গ্রোভার, বিক্রমাদিত্য় মোতওয়ানে, অনুভব সিংহ প্রমুখ। এঁরা সকলে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে খোলাখুলি মতপ্রকাশ করেছেন। তবে নৈশভোজে যোগ দেন রণবীর শোরে, প্রসূন জোশী, অনু মালিক, কুণাল কোহলি, বিপুল শাহ, কৈলাস খের প্রমুখ। ছিলেন ঊর্বশী রাউতেলাও। ফারহান জানিয়েছেন, তিনি আপাতত দেশের বাইরে, তাই নৈশভোজে থাকা সম্ভব ছিল না। তবে তাঁর ব্যবসায়িক সহযোগী রীতেশ সিধওয়ানি নৈশভোজে যোগ দেন।
নাগরিকত্ব আইন নিয়ে জোরদার প্রচারে নামছে বিজেপি। তাদের কার্যকরী সভাপতি জেপি নাড্ডা গতকাল উত্তর প্রদেশের গাজিয়াবাদের বৈশালী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এ ব্যাপারে বুঝিয়েছেন। এছাড়া চালু হয়েছে টোল ফ্রি নম্বর ৮৮৬৬২ ৮৮৬৬২, যাতে মিসড কল দিয়ে সাধারণ মানুষ আইনের পক্ষে তাঁদের সম্মতি জানাতে পারবেন।
তবে গতকাল পীযূষ গয়ালের আমন্ত্রণে বলি তারকারা যোগ দিতে যাওয়ায় সোশ্যাল মিডিয়ার একটা অংশ মোটেই খুশি হয়নি। দীর্ঘক্ষণ #বলিউডওয়েকআপ হ্যাশট্যাগ টুইটারে ট্রেন্ড করে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement