পটনা: আকাশে বিচরণের কথা যার, রাস্তায় নামিয়ে আনা হয়েছিল তাকে। কিন্তু তাতে বিপত্তি ঘটল। সাতসকালে উড়ালপুলের নিচে আটকে গেল পেল্লাই আকারের একটি বিমান। তাতে বিহারে জাতীয় সড়কের উপর যান চলাচল স্তব্ধ হয়ে গেল। পেল্লাই বিমানকে রাস্তা দখল করতে দেখে ভিড় জমে গেল চারিদিকে। কেউ বিমান দেখে সময় কাটালেন, কেউ আবার গলে পেরনোর চেষ্টা করলেন রাস্তা।  মুহূর্তের মধ্যে সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। (Viral Video)


বিহারের মোতিহারীর পিপ্রাকোঠীর ঘটনা। শুক্রবার সকালে সেখানে, ২৭ নং জাতীয় সড়কের উপর এই ঘটনা ঘটে। উড়ানের যোগ্য নয়, বাতিল হয়ে যাওয়া একটি বিমানকে ট্রেলারে চাপিয়ে মুম্বই থেকে অসম নিয়ে যাওয়া হচ্ছিল। পিপ্রাকোঠীতে জাতীয় সড়কের উপর একটি উড়ালপুলের নিচে দিয়ে গলে বেরোতে যাচ্ছিল ট্রেলারটি। কিন্তু উড়ালপুল গলে বেরনোর, তার নিচের অংশের সঙ্গে আটকে যায় বিমানটি। সেই অবস্থায় একচুলও নড়তে পারেনি ট্রেলারটি। (Plane Stuck on Road)


আচমকা রাস্তার মাঝে বিমান-সহ ট্রেলারটি আটকে যাওয়ায় থমকে যায় যান চলাচল। সচরাচর এমন দৃশ্য চোখে পড়ে না। তাই দলে দলে মানুষজন এসে ভিড় জমাতে শুরু করেন। আগে-পিছে আটকে পড়ে বহু গাড়ি, মোটর সাইকেল। ট্রেলারে চাপানো বিমানের লেজের অংশটুকু ঝুলে ছিল। তার নিচে দিয়ে গলে রাস্তা পারের চেষ্টা করতে দেখা যায় দুই চাকার সওয়ারিদের। চার চাকার গাড়িগুলি যদিও আটকেই পড়ে। 



আরও পড়ুন: Thalapathy Vijay: বিজয়ের দিকে ধেয়ে এল জুতো, বিজয়কান্তকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে 'আজব' কাণ্ড!


এই ঘটনার জবন্য ট্রেলারের চালককেই কাঠগড়া তুলেছে স্থানীয় প্রশাসন। তাদের দাবি, উড়ালপুলের উচ্চতা বুঝতে ভুল হয়েছিল ট্রেলারের চালকের। ভেবেছিলেন, চালিয়ে নিয়ে বেরিয়ে যাবেন। কিন্তু ট্রেলার উড়ালপুলের নিতে ঢুকতেই বিপত্তি বাধে। ট্রেনের উপরের অংশ উড়ালপুলের নিচের অংশে আটকে যায়। ট্রাফিক পুলিশ, স্থানীয় পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা এসে পৌঁছন ঘটনাস্থলে। তার পর বেশ খানিক ক্ষণের চেষ্টায় উড়ালপুলের নিচে থেকে বিমানসমেত ওই ট্রেলারটিকে বের করা সম্ভব হয়।


প্রত্যক্ষদর্শীদের দাবি, এক ঘণ্টারও বেশি সময় ধরে বিমানটি আটকে ছিল। তার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। তার পর সেটিকে বের করতেও অনেক সময় ব্যয় হয়। অনেক ক্ষণ পর পুলিশ এসে পৌঁছয়। বেনজির হলেও, এই প্রথম ঘটনা এই প্রথম নয়। এর আগে, ২০২২ সালের নভেম্বর মাসে অন্ধ্রপ্রদেশের বাপটলা জেলাতেও একই ঘটনা ঘটে। ট্রেলারে চাপিয়ে নিয়ে যাওযার সময় সেতুর নিচে আটকে যায় বিমান।