নয়াদিল্লি : একযোগে ৭১ হাজারের বেশি নিয়োগপত্র বিলি। কেন্দ্রীয় সরকারের (Central Government Jobs) বিভিন্ন দফতরে কাজের জন্য একসঙ্গে যুবক-যুবতীদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তাঁদের হাতে চাকরি তুলে দেন তিনি। নিয়োগপত্র তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের সঙ্গে কথা বলে বার্তাও দেন নরেন্দ্র মোদি। নতুন উদ্যম ও নতুন আশার আলোয় বছরটা শুরু হয়েছে বলেই চাকরিপ্রার্থীদের তাঁর অভিনন্দন বার্তায় জানান নরেন্দ্র মোদি।
'কর্মযোগী প্রারম্ভ' (Karmayogi Praramh) প্রকল্পের অধীনে প্রশিক্ষণ দেওয়ার পর চাকরিপ্রার্থীদের হাতে তুলে দেওয়া হয় নিয়োগপত্র। বিভিন্ন সরকারি দফতরে নিয়োগের জন্য রোজগার মেলা আয়োজন করার কথা জানানো হয়েছিল সরকারের পক্ষ থেকে। গত বছর অক্টোবরে ধনতেরাসের (Dhanteras) সময় ১০ লক্ষ সরকারি কাজ তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারের তরফে রোজগার মেলা সম্পর্কে জানানো হয়েছে, 'নিয়োগ নিশ্চিত করা সরকার ও প্রধানমন্ত্রীর প্রধান উদ্দেশ্য। সেই লক্ষ্যেই পথচলা শুরু হয়েছে। দেশের যুবশক্তির নিয়োগ বাড়াতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে রোজগার মেলা।'
জুনিয়ার ইঞ্জিনিয়ার, লোকো পাইলট, টেকনিশিয়ান, ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার, জুনিয়ার অ্যাকউন্টট্যান্ট, গ্রামীণ ডাক সেবক, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, শিক্ষক, সোশ্যাল সিকিউরিটি অফিসারের মতো বিভিন্ন পদে নিয়োগ করা হবে নিয়োগপ্রাপকদের। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের জন্য যুক্ত হবেন তাঁরা। নিয়োগপত্র পাওয়া ৭১ হাজার যুবক-যুবতীই নন, তাঁদের পরিবারের সদস্যদের জন্যও দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই তাঁর বক্তব্যে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
দেশের হয়ে সেবা করার সুযোগ পরিবারের সদস্য পাচ্ছে, তাতে পরিবারের লোকরা গর্বিত হবেন বলেই যুব সম্প্রদায়ের পিঠ চাপড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সকলকে নতুন উদ্যমে কাজ করার জন্য শুভেচ্ছাবার্তাও জানিয়েছেন তিনি। ভবিষ্যতে আরও চাকরির দিশা কেন্দ্রীয় সরকার দেবে বলেও জানান তিনি। যার পর অবশ্য তিনি জানান, শুধু কেন্দ্রের বিজেপি সরকারই নয়, দেশের বিভিন্ন বিজেপি শসািত রাজ্যেও নিয়মিতভাবে এই ধরণের রোজগার মেলার আয়োজন করা হয়ে থাকে। অসমে গতকালই রোজগার মেলা আয়োজিত হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে যা আয়োজিত হয় বলেই উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন- ঝরনা নাকি বরফের দেওয়াল? চোখ জুড়োবে কাশ্মীরের এই জায়গা