নয়া দিল্লি: জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) ৩৭০ ধারা বাতিলের পর এই প্রথম কাশ্মীর (Kashmir) সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prrime Minister Narendra Modi)। বৃহস্পতিবারই ভূস্বর্গে গিয়েছেন মোদি। এই সফরে প্রায় ৬৪০০ কোটির একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি। 


সেখানের একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, শ্রীনগরে পৌঁছে তিনি অত্যন্ত আনন্দিত এবং তিনি জম্মু কাশ্মীরবাসীর মন জয় করতেই গিয়েছেন সেখানে। জম্মু-কাশ্মীরের এই সফর থেকেই মোদি জানান, কেন্দ্রের উন্নয়ন প্রকল্পগুলি জম্মু এবং কাশ্মীরের উন্নয়নকে আরও বৃদ্ধি করবে। উন্নত ভারতের জন্য একটি উন্নত জম্মু ও কাশ্মীর অগ্রাধিকার কেন্দ্রের কাছে।


প্রধানমন্ত্রী আরও বলেন, "এমন একটি যুগ ছিল যখন দেশের অন্যান্য অংশে আইন প্রয়োগ করা জম্মু ও কাশ্মীরে কার্যকর করা যায়নি, যখন সারা দেশে দরিদ্রদের কল্যাণের জন্য প্রকল্পগুলি বাস্তবায়ন করা হয়েছিল, কিন্তু জম্মু ও কাশ্মীরের আমাদের ভাই ও বোনেরা বঞ্চিত হয়েছিল। কিন্তু এখন সময় বদলেছে। সারা দেশ যে সুবিধা পায়, সেই সুবিধাই পাচ্ছে জম্মু-কাশ্মীর"। 


কংগ্রেস দলকেও তোপ দেগেছেন নরেন্দ্র মোদি। জম্মু কাশ্মীর থেকে প্রধানমন্ত্রী বলেন, 'কংগ্রেস শুধু জম্মু ও কাশ্মীরের মানুষকেই নয়, সমগ্র জাতিকে ৩৭০ ধারা নিয়ে বিভ্রান্ত করছে। আজ এখানে পর্যটন সম্পর্কিত বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করার সুযোগ পেয়েছি। যা আগামী দিনে এখানের উন্নয়নে সাহায্য করবে। উন্নয়নের শক্তি, পর্যটন সম্ভাবনা, কৃষকদের ক্ষমতায়ন এবং জম্মু ও কাশ্মীরের তরুণদের নেতৃত্বই এগিয়ে নিয়ে যাবে দেশকে।' 


পাশাপাশি লোকসভা নির্বাচনের প্রসঙ্গও উঠে আসে মোদির ভাষণে। তিনি বলেন, আমি জানতে পেরেছি ২৮৫টি ব্লকের প্রায় ১ লক্ষ মানুষ আমাদের সঙ্গে এখানে যোগ দিয়েছে। আমি জম্মু ও কাশ্মীরের জনগণকে ধন্যবাদ জানাতে চাই। এই নতুন জম্মু ও কাশ্মীরের একটি উজ্জ্বল ভবিষ্যত এবং চ্যালেঞ্জগুলি অতিক্রম করার সাহস রয়েছে। আপনাদের চোখে মুখে শান্তির আভাস দেখে সারা দেশের ১৪০ কোটি মানুষ সন্তুষ্ট বোধ করছে'।                                                           


আরও পড়ুন, না ফেরার দেশে রাজ্যের প্রবীণতম ভোটার হারাধন সাহা, মন খারাপ জঙ্গলমহলের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে