বেঙ্গালুরু: সামনেই নির্বাচন। তার আগে শনিবার কর্নাটকে রোড-শো ছিল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির। মোদিকে দেখতে প্রবল ভিড় ছিল রাস্তায়। তার মাঝেই হঠাৎ শোরগোল। এক ব্যক্তি, ব্যারিকেড এড়িয়ে সোজা ছুট দিলেন মোদির কনভয়ের দিকে। যদিও মোদির কাছে পৌঁছনোর আগেই তাঁকে ধরে ফেলেন নিরাপত্তাকর্মীরা। এদিন কর্নাটকের দেভাঙ্গিরি এলাকায় এই ঘটনা ঘটেছে। যদিও পুলিশ এই ঘটনাকে নিরাপত্তায় গলদ বলতে মানতে নারাজ। 


কর্নাটকে এটাই প্রথম নয়। এর আগে হুব্বালিতে একটি রোড শো-য়ের সময়েও মোদির নিরাপত্তা বলয় এড়িয়ে কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন এক যুবক। 


কে সেই ব্যক্তি:
পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি কোপ্পাল জেলার বাসিন্দা। কী কারণে এমন কাজ, তা জানতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।


 






কর্নাটকের এডিজি (আইন ও শৃঙ্খলা) অলোক কুমার ট্যুইটে জানিয়েছেন, এই ঘটনা নিরাপত্তা বলয় ভাঙার ঘটনা নয়। ওই ব্যক্তিতে ব্যারিকেড টপকাতে দেখে তিনি নিজেই তাঁকে বাধা দেন। এগিয়ে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তার দায়িত্বে থাকা SPG-এর কমান্ডোরাও। নিরাপত্তা বলয় ভাঙার চেষ্টা হলেও তাতে সফল হননি ওই ব্যক্তি, জানিয়েছেন এডিজি অলোক কুমার। 


এর আগেও:
এর আগে জানুয়ারিতে কর্নাটকের হুব্বালিতে প্রায় এরকমই একটি ঘটনা ঘটেছিল। সেখানে মোদির রোড-শোয়ের মাঝে ঢুকে পড়েছিলেন এক অল্পবয়সী ব্যক্তি। হাতে মালা নিয়ে মোদিকে মালা পরানোর জন্যই ব্যারিকেড টপকেছিলেন ওই ব্যক্তি। সেই ঘটনাতেও শেষ মুহূর্তে তাঁকে আটকেছিল এসপিজি। 


পাঞ্জাবে সুরক্ষা-প্রশ্ন:
গত বছর কৃষক বিল নিয়ে আন্দোলনে উত্তাল পাঞ্জাব। সেই সময় জানুয়ারিতে একটি নির্বাচনীয় সভায় যাওয়ার সময় প্রশ্নের মুখে পড়ে প্রধানমন্ত্রী নিরাপত্তা বলয়। ৫ জানুয়ারি, ফিরোজপুরে একটি নির্বাচনী ব়্যালিতে যাওয়ার সময় আটকে যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয়। বিক্ষোভরত কৃষকদের জন্য সেবার একটি উড়ালপুলের উপর প্রায় ২০ মিনিট ধরে আটকে ছিল প্রধানমন্ত্রীর কনভয়। 


আগামী মে মাসের শেষদিকে কর্নাটকের চলতি বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। শীঘ্রই সেই রাজ্যে ভোট ঘোষণা হতে পারে। 


আরও পড়ুন: ভারতের 'যমজ গ্রাম' নামে খ্যাত এই এলাকা! কাহিনী জানলে অবাক হতে হয়