নয়াদিল্লি: কখনও সিয়াচেন, কখনও পঞ্জাব, কখনও আবার উত্তর কাশ্মীর। প্রধানমন্ত্রী (PM) হওয়ার পর থেকেই দীপাবলি (diwali) মানে সীমান্তে (border) জওয়ানদের (soldier) সঙ্গে থাকবেন তিনি। এ বছরও সেই ধারা অটুট রাখলেন নরেন্দ্র মোদি (narendra modi)। পৌঁছে গেলেন কার্গিলে (kargil)। ২০১৪ সাল থেকে চলে আসা ট্র্যাডিশনে ছেদ পড়ল না। গত কয়েক বছর দীপাবলি উপলক্ষ্যে কোথায় কোথায় গিয়েছেন প্রধানমন্ত্রী? একনজরে ফিরে দেখা...



ফিরে দেখা...
২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি। তখন থেকেই প্রতিবছর দীপাবলির দিন সেনা-জওয়ানদের সঙ্গে কাটান তিনি। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পরে দীপাবলি পালন করতে প্রথমবার সিয়াচেনে গিয়েছিলেন। তার পর ২০১৫ সালে ওই দিন পঞ্জাবের অমৃতসরে ছিলেন তিনি। ১৯৬৫ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারতের জয়ের ৫০ বছর পূর্তি পালন করেছিলেন তিনি। ২০১৬ সালে চিন সীমান্তের কাছে জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করেন। লাহৌল-স্পিতিতে পৌঁছে যান সে বার। আইটিবিপি-র একটি আউটপোস্টে দীপাবলি উদযাপন করেছিলেন সে বার। পরের বছরও ট্র্যাডিশন ভাঙেননি। ২০১৭ সালে উত্তর কাশ্মীরের গুরেজ সেক্টরে যান তিনি। ২০১৮ সালে প্রধানমন্ত্রী গিয়েছিলেন উত্তরাখন্ডের হরশিলে। ভারতীয় সেনাবাহিনী ও আইটিবিপি-র জওয়ানদের সঙ্গে আলোর উৎসব উদযাপনের পর কেদারনাথের মন্দিরে পুজোও দেন মোদি। এর পর ২০১৯। নিয়ন্ত্রণরেখা-লাগোয়া জম্মু-কাশ্মীরের রাজৌরিতে দীপাবলি কাটান। পাঠানকোটে বায়ুসেনা আধিকারিকদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন। করোনা-অতিমারীও তাঁর এই ট্র্যাডিশন বন্ধ করতে পারেনি। ২০২০-তে প্রধানমন্ত্রীর দীপাবলি কেটেছিল রাজস্থানের জয়সলমীরে। গত বছর কাশ্মীরের নওসেরায় যান তিনি। আর এবার কার্গিল। গোটা তালিকাটিই ট্যুইটার হ্যান্ডেলে প্রকাশ করেছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সভাপতি (সংগঠন) বি এল সন্তোষ।


আজ কার্গিলে...
এদিন কার্গিলে দেশাত্মবোধক গান গাইলেন জওয়ানরা। তাঁদের পাশে দাঁড়িয়ে গান শুনলেন প্রধানমন্ত্রী। গানের সঙ্গে হাততালি দিয়ে তাল মেলালেন মোদি। জওয়ানদের উৎসাহিতও করলেন। সেই ভিডিও শেয়ার করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট থেকে। পরে বক্তব্য রাখার সময় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসাও করেন তিনি। বলেন, 'দীপাবলির অর্থ আতঙ্কের অবসান। কার্গিল সেটা সম্ভব করেছে। কার্গিলে আমাদের বাহিনী আতঙ্কের নাশ করেছে।' তাঁর বক্তব্যে উঠে এসেছে ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে ভারতের জয়ের কথা। 


আরও পড়ুন:সারা বছর দুর্গারূপে পূজিতা মা ফুল্লরা, কালীপুজোয় কী রূপে পুজো হয় এই সতীপীঠে ?