কলকাতা: তারিখটা ছিল ২ অগাস্ট। সেদিন বাবুল সুপ্রিয় বলেছিলেন, সারাজীবন একটাই দলকে সাপোর্ট করেছি - মোহন বাগান। একটাই দল করেছি ভারতীয় জনতা পার্টি। এটাও স্পষ্ট করে দিতে চাই যে আমি অন্য কোনোও রাজনৈতিক দল জয়েনও করছি না।


দেড়মাসের মাথায় পট-পরিবর্তন। আচমকাই সকলকে চমকে দিয়ে এই বাবুল সুপ্রিয়ই যোগ দিলেন তৃণমূলে। শনিবার, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন প্রাক্তন বিজেপি সাংসদ।


মোদি মন্ত্রিসভার রদবদলে তাঁর মন্ত্রিত্ব খোয়া যাওয়ার পর প্রকাশ্যেই উষ্মাপ্রকাশ করেছিলেন বাবুল।  গত ৩১ জুলাই, সোশ্যাল মিডিয়ায় পোস্টে রাজনীতিকে 'আলবিদা' জানানোর কথা ঘোষণা করেছিলেন বাবুল। 
 
এদিন তৃণমূলে যোগ দিয়েই তিনি জানিয়ে দিলেন, বাংলার জন্য কিছু করার জন্যই তাঁর ফের রাজনীতিতে ফেরা। বাবুল বলেন, ‘রাজনীতি ছাড়ব বলার পর ৭ বছরের পরিশ্রম ধুলোয় মিশে গিয়েছিল। এর মধ্যে প্রতিহিংসার কিছু নেই। আমার ঘনিষ্ঠরা বলেছেন রাজনীতি ছাড়ার কথা ঘোষণা ঠিক হয়নি। বাংলার জন্য কিছু করার জন্যই ফের রাজনীতিতে ফেরা।’


তিনি যোগ করেন, ‘গত ৩-৪ দিনের মধ্যেই পট পরিবর্তন হয়েছে। আমার রাজনীতি ছাড়ার ঘোষণায় কোনও কপটতা ছিল না। 
মন্ত্রিত্ব ছাড়ার পর কেন্দ্রীয় নিরাপত্তাও ছেড়ে দিয়েছিলাম। আসানসোলের মানুষের জন্য অনেক কাজ করেছি। সেই সময় রাজনীতিতে ফেরার কোনও পরিকল্পনা ছিল না।’


সম্প্রতি,ভবানীপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচারের জন্য বলা হয়েছিল বাবুল সুপ্রিয়কে। গেরুয়া শিবির সূত্রে খবর, ব্যক্তিগত কারণে বাবুল তা প্রত্যাখ্যান করেন। এদিন, তৃণমূলে যোগ দেওয়ার পর বাবুল জানিয়ে দিলেন, আসন্ন উপনির্বাচনে তিনি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হয়ে প্রচারে নামতেও রাজি বলে জানালেন বাবুল। 


তিনি বলেন, ‘সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করব। সাংসদ পদ ছাড়া নিয়েও চিন্তাভাবনা চলছে। নির্দিষ্ট নিয়ম মেনেই পদক্ষেপ করব। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কী ক্ষমতা তা সবাই জানে। দল বললে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েও প্রচার করব।’


আরও পড়ুন: তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বাবুল সুপ্রিয়


আরও পড়ুন: মোদি মন্ত্রিসভার সদস্য থেকে যুযুধান মমতা শিবির, আড়াই মাসের মধ্যেই অভাবনীয় পটপরিবর্তন