সঞ্চয়ন মিত্র এবং অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: ভবানীপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের প্রচারের সময় প্রার্থীর সামনে মমতা বন্দ্যোপাধ্যায় ও জয় বাংলা স্লোগান দেওয়া হল এদিন। যা নিয়ে উত্তেজনা ছড়াল। বৃষ্টিভেজা সকালে এদিন ভবানীপুরের যদুবাবুর বাজার থেকে প্রচার শুরু করেন প্রিয়ঙ্কা টিবরেওয়াল। 


দেবেন্দ্র ঘোষ রোডে প্রচার চলাকালীন স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের সামনে কয়েকজন তৃণমূল সমর্থক তাঁকে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় ও জয় বাংলা স্লোগান দেন। পাশাপাশি, ঢাক-ঢোল, অটো নিয়ে প্রচারের অনুমতি নেই বলে বিজেপি প্রার্থীকে বাধা দেয় পুলিশ। বিজেপি প্রার্থীর কটাক্ষ, বাচ্চা মেয়ে হলে তাঁকে এত ভয় কেন? 


যদিও এ বিষয়ে ফিরহাদ হাকিমের পাল্টা মন্তব্য, স্লোগান দেওয়া গণতান্ত্রিক অধিকার। ভবানীপুরে ভোটের ফল কী হবে, তা সকলেই জানে। ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার নেমেছেন ফিরহাদ হাকিম। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই লাগাতার প্রচার চালাচ্ছে তৃণমূল। এদিন বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে পথে নেমেছেন পরিবহণমন্ত্রী। চেতলার বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি ঘুরে চলছে প্রচার।


আরও পড়ুন, ফল কী হতে চলেছে তা মানুষ জানে, চেতলায় প্রচারে নেমে বললেন প্রত্যয়ী ফিরহাদ


এর আগেও বিজেপি প্রার্থী ও তৃণমূলের মধ্যে বাগযুদ্ধ চলে। প্রিয়ঙ্কা বলেছিলেন, "কাল আমি দেখেছি ট্যুইটারে তৃণমূল (TMC) আমার বিরুদ্ধে একটা ক্যাম্পেন চালাচ্ছে। সেখানে বলা হচ্ছে, মমতা দিদির কাছে কিছুই নেই। গাড়ি নেই, বাড়ি নেই। শুধু শাড়ি আর হাওয়াই চটি পরে ঘোরেন। ওনার কাছে কিছুই নেই। আমি বলছি কী করে থাকবে? ওনার তো এত এত ভাই আছে, তাঁদের নামে সবকিছু আছে। তৃণমূল লিখছে, প্রিয়ঙ্কার কাছে তিন কোটি টাকার সম্পত্তি আছে। হ্যাঁ আছে। কারণ আমি শিক্ষিত মানুষ। ৪০% ট্যাক্স দিয়ে কামিয়েছি। ১৮ বছর থেকে কাজ করছি। সেই জন্যই আছে।"


পাল্টা প্রিয়ঙ্কার বক্তব্য প্রসঙ্গে ফিরহাদ হাকিম (Fihad Hakim) বলেন, "আমরা মানুষের দরবারে যাব। মানুষ ভোট দেবে। মানুষ জিতবে। কুৎসা করা গণতন্ত্র নয়। আমার বিরুদ্ধেও কুৎসা করেছিল। কুৎসা মানুষ গ্রহণ করেন না।"