বিশ্বজিৎ দাস, খড়গপুর(পশ্চিম মেদিনীপুর) : খড়গপুরে রেলব্রিজের কাজ ঘিরে তীব্র হল তৃণমূল-বিজেপি চাপানউতোর। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, তাদের কাছ থেকে মালপত্র নেওয়ার জন্য রেলের ঠিকাদারদের চাপ দিচ্ছে তৃণমূল। রেলের ব্যর্থতা ঢাকতে নজর ঘোরাতে চাইছেন বিজেপি-র রাজ্য সভাপতি, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।


মাস দুয়েক হল কাজ শুরু হয়েছে খড়গপুর টাউন থানার সামনে রেলব্রিজের। তার মধ্যেই ব্রিজের কাজ ঘিরে তরজায় জড়াল তৃণমূল-বিজেপি। সাংসদ হওয়ার আগে খড়গপুর সদরের বিধায়ক ছিলেন দিলীপ ঘোষ। মঙ্গলবার খড়গপুরে গিয়ে ব্রিজের কাজে বাধা দেওয়ার অভিযোগে পুর-প্রশাসক প্রদীপ সরকারকে নিশানা করেন দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতির অভিযোগ, নির্মাণ সামগ্রী নেওয়ার ক্ষেত্রে ঠিকাদারদের চাপ দেওয়া হচ্ছে।


আরও পড়ুন ; ফ্লাইওভারে ছড়িয়ে ছিটিয়ে বাতিস্তম্ভের বিদ্যুতের তার, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা


দিলীপ ঘোষ বলেন, রেল ব্রিজ হচ্ছে এখানে। তিনি জোর করে বলেছেন, আমার কাছ থেকে বালি আর পাথর নিতে হবে। না হলে কাজ বন্ধ করে দিচ্ছেন। এই ধরনের মাফিয়া রাজ, সিন্ডিকেট রাজ বন্ধ করতে চায় খড়্গপুরের মানুষ।


আরও পড়ুন ; খড়গপুরে মৃত্যুফাঁদ, ফ্লাইওভারজুড়ে বিপজ্জনক ভাবে বেরিয়ে বৈদ্যুতিক তার


এদিকে বিজেপি বিধায়ক ও সাংসদ হিসেবে দিলীপ ঘোষের পারফরম্যান্স নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে তৃণমূল। তৃণমূল নেতা ও খড়গপুর পুরসভার প্রশাসক প্রদীপ সরকার বলেছেন, রেল যে সময়ের মধ্যে ব্রিজ শেষ করবে বলেছিল তা পারছে না। এই ইলেকশনে ডিআরএম অনৈতিকভাবে বিজেপিকে সাহায্য করেছিলেন। তাঁর চাকরি বাঁচাতে রেলের ব্যর্থতাকে ঢাকার জন্য দিলীপ ঘোষকে এই ধরনের কথাবার্তা বলতে হচ্ছে।


আরও পড়ুন ; 'আমাদের পুরসভাতে জেতান, আমরা রাস্তা করব', খড়গপুরের চা-চক্রে দিলীপ


দক্ষিণ পূর্ব রেলের উদ্যোগে কাজ চলছে রেলব্রিজের। প্রকল্পের কাজ শেষে হলে খড়গপুর টাউন থানা এলাকার যানজট সমস্যা মিটবে। তরজা নয়, এলাকাবাসী চাইছেন, কাজ তাড়াতাড়ি শেষ হোক।