কলকাতা: ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনকে সামনে রেখে বুধবার চেতলায় প্রথম কর্মিসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকে ইডির অভিষেক তলব নিয়ে তোপ তৃণমূল নেত্রীর। ৪৮ ঘণ্টা যেতে না যেতেই কয়লাকাণ্ডে ফের অভিষেককে তলব করেছে ইডি। কলকাতার মামলা দিল্লিতে তলব কেন? নাম না করে মোদী-শাহকে এই সুরেই তোপ দাগলেন মমতা।
অভিষেককে ইডি-র তলব প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো বলেন, "দু’দিনও হয়নি অভিষেককে ডেকে ৯ ঘণ্টা জেরা করল। আবার ডেকে পাঠিয়েছে। কলকাতার মামলা দিল্লিতে তলব কেন? তৃণমূলকে রাজনৈতিক ভাবে রুখতে না পেরে প্রতিহিংসার রাজনীতি হচ্ছে।ক্ষমতা থাকলে এখানে ডাকুন, কোন উদ্দেশে দিল্লিতে তলব? এখানেও তো আপনাদের অফিস রয়েছে?"
আরও পড়ুন, নন্দীগ্রামের ভোটে কারচুপির অভিযোগ তুলে ফের সরব তৃণমূল নেত্রী
এরপর অন্য রাজনীতিকদের প্রসঙ্গ টেনে মমতা কড়া সুরে বলেন, "নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই কেন্দ্রীয় সংস্থাদের দিয়ে এসব করানো হয়। বিরুদ্ধে কিছু বললেই বাড়িতে ইডি, সিবিআই ঢুকিয়ে দেবে। এরা কংগ্রেস, শরদ পওয়ারকে এজেন্সি দেখিয়ে জব্দ করেছে। অভিষেকের বিরুদ্ধে বেআইনি কেস থাকলে প্রমাণ করুক। তোমাকে প্রমাণ করতে হবে, তুমি চোর? কলকাতা থেকে মামলা কেন দিল্লিতে টেনে নিয়ে যাওয়া হল? নারদ মামলায় সুব্রত মুখোপাধ্যায়ের নাম আছে, আসল চোরের নাম নেই।"
আরও পড়ুন, 'তথ্য থাকলেও এফআইআর করা যাবে না? ভগবানের জ্যেষ্ঠপুত্র?’, শুভেন্দুকে রক্ষাকবচ নিয়ে প্রশ্ন মমতার
এদিকে, আইকোর মামলায় ফের পার্থ চট্টোপাধ্যায়কে নোটিস সিবিআইয়ের। ১৩ সেপ্টেম্বর সিজিও কমপ্লেক্সে শিল্পমন্ত্রীকে হাজিরার নির্দেশ। চিটফান্ড সংস্থার অনুষ্ঠানে কেন উপস্থিতি? জানতে চেয়ে তলব।
অন্যদিকে, নন্দীগ্রামের ভোটে কারচুপির অভিযোগ তুলে ফের সরব তৃণমূল নেত্রী। কারচুপির প্রমাণ আছে বলেই আদালতে মামলা গৃহীত হয়েছে। বললেন মমতা। ভবানীপুরের ভোটকে চ্যালেঞ্জ হিসেবে দেখে ময়দানে নামতে নির্দেশ মমতার। ফের নন্দীগ্রামে চক্রান্ত করে হারানোর অভিযোগ। বিজেপির ফাঁদে পা না দিয়ে মাথা ঠান্ডা রাখতে কর্মীদের বার্তা দিয়েছেন তিনি।