WB News Live Updates: ভবানীপুরে ভোট নিয়ে মুখ্যসচিবের বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা
Get the latest West Bengal News and Live Updates: পানীয় জল নিয়ে বিবাদের জেরে খুন
মুখ্যসচিবের বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা। ভবানীপুর ভোট চেয়ে কমিশনকে চিঠি মুখ্যসচিবের। ‘ভবানীপুর নিয়ে মুখ্যসচিব কীভাবে চিঠি লিখতে পারেন?কে মুখ্যমন্ত্রী হবেন, তা কী ঠিক করতে পারেন মুখ্যসচিব?’ মুখ্যসচিবের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা।ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে কাল শুনানির সম্ভাবনা
পানীয় জল নিয়ে বিবাদ। মেদিনীপুরে বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তিন মহিলা-সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সিবিআই তদন্তের দাবি তুলেছে বিজেপি। পাড়ার বিবাদে রাজনৈতিক রং লাগানো হয়েছে, পাল্টা মন্তব্য তৃণমূলের।
বাংলার ৬১ বিজেপি নেতার সুরক্ষা চেয়ে রাজ্যকে কেন্দ্রের চিঠি।মিঠুন চক্রবর্তী, অর্জুন সিংহ-সহ ৬১ বিজেপি নেতার সুরক্ষায় চিঠি।বিজেপি নেতাদের সুরক্ষার ব্যবস্থা করতে মুখ্যসচিবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের।
ছাত্র বিক্ষোভে উত্তপ্ত আর জি কর মেডিক্যাল। সকাল থেকে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ।অধ্যক্ষকে না পেয়ে এমএসভিপিকে ঘেরাও পড়ুয়াদের। সকাল থেকে পড়ুয়াদের বিক্ষোভে অসুস্থ এমএসভিপি । অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ডাক্তারির পড়ুয়াদের বিক্ষোভ।রাত ১০টার পরে লবিতে বসায় নিষেধাজ্ঞার অভিযোগে বিক্ষোভ।এখনও পর্যন্ত মেলেনি আর জি কর মেডিক্যালের প্রতিক্রিয়া
মাঞ্জা বিপদ রুখতে মা ফ্লাইওভারের ধারে দেওয়া হচ্ছে ফেন্সিং। তার জেরে রাত ১১টা থেকে, ভোর ৫টা পর্যন্ত, আগামী ১৫দিন, বন্ধ থাকবে উড়ালপুলের ওপর যান চলাচল
ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় ডায়মন্ড হারবারের রামনগরে গেল সিবিআই। অভিযোগ, গত ২৮ মে, খুরদো নহলা গ্রামে বিজেপি কর্মী রাজু সামন্তকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বাজারের সামনে পিটিয়ে মারা হয়। ওই ঘটনার তদন্ত এদিন মৃত বিজেপি কর্মীর বাড়িতে যায় সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল। পরিবারের সদস্যদের বয়ান রেকর্ডের পাশাপাশি, ঘটনার কোনও মোবাইল ফুটেজ রয়েছে কি না জানতে চাওয়া হয়।
সরষে তেলের পর নকল মোবিলের বিরুদ্ধে অভিযান। অভিযান চালালো পূর্ব বর্ধমান জেলা পুলিশের এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট।বর্ধমানের বাঁকুড়া মোড় এলাকায় বেআইনি ভাবে তৈরী নকল মোবিল মজুত করে বিক্রি করার অভিযোগ। বাঁকুড়া মোড় এলাকার একটি পেট্রোলিয়াম জাত দোকান অভিযান চালিয়ে উদ্ধার হলো বিপুল পরিমানে মজুত করা নামী কোম্পানির লেবেল লাগানো নকল মোবিল।
আসানসোলের জামুড়িয়া থানার ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে একটি বেসরকারি লৌহ আকরিক কারখানায় আগুন । মাল ওঠানামা করার সময় আচমকা আগুন লাগে । দমকলের দুটি ইঞ্জিন ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।
সন্তানের বাবা কে? মুখ খুললেন নুসরত। ‘বাবা কে বাবাই জানে। যশের সঙ্গে আমি ভালো অভিভাবকত্ব কাটাচ্ছি।’ একটি অনুষ্ঠানে গিয়ে মন্তব্য নুসরত জাহানের
ত্রিপুরায় তৃণমূলের উপর হামলা চালানো হচ্ছে। অসম-উত্তরপ্রদেশে ঢুকতেই দেওয়া হয় না, তোপ মমতার। অভিষেককে বুলেট প্রুফ গাড়ি দিয়েছিল বিজেপি সরকার। গণতন্ত্র মেনেই কাজ করে বিজেপি, পাল্টা দিলীপ ঘোষ।
রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। ফের দৈনিক আক্রান্তর সংখ্যা ৭৫০ ছাড়াল।গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৭৫১ জন, মৃত্যু হয়েছে ৯ জনের।কলকাতা ও উত্তর ২৪ পরগনায় সংক্রমণ-সংখ্যা শতাধিক। ২৪ ঘণ্টায় টিকাকরণের সংখ্যা সাড়ে ৫ লক্ষের বেশি
বেহালাকাণ্ডে একাধিক আততায়ী থাকার সম্ভাবনা ক্রমশ জোরাল। মা-ছেলেকে খুনের ধরন থেকে অনুমান গোয়েন্দারা
পরিচিত কারও হাতেই দুপুর ৩টে থেকে বিকেল ৪টের মধ্যে বেহালায় খুন মা ও ছেলে। চেনা কাউকে দেখেই উপর থেকে মহিলা চাবি দেন বলে অনুমান পুলিশের। নিহতের স্বামী এবং পরিচিত কয়েকজনকে এদিনও লালবাজারে জিজ্ঞাসাবাদ করা হয়।
নন্দীগ্রামের ভোটে কারচুপির অভিযোগ তুলে ফের সরব তৃণমূল নেত্রী। কারচুপির প্রমাণ আছে বলেই আদালতে মামলা গৃহীত হয়েছে। বললেন মমতা। নন্দীগ্রাম থেকে হার শুরু হয়েছে তৃণমূল নেত্রীর, আবারও হারাতে পারে বিজেপি, খোঁচা দিলীপের।
পুজো কমিটিকে অনুদান-বিতর্ক, রিপোর্ট চাইল কমিশন। স্বরাষ্ট্রসচিবের কাছ থেকে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।পুজো কমিটিগুলিকে অনুদানে বিধি ভঙ্গের অভিযোগ বিজেপির
বিশ্বভারতীর ৩ পড়ুয়ার বহিষ্কারের সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের। কাল থেকেই যোগ দিতে পারবেন ক্লাসে। লঘু পাপে গুরুদণ্ড, মন্তব্য বিচারপতির। বিক্ষোভ-অবস্থান তুলে নেওয়ার নির্দেশ।
৩০ সেপ্টেম্বর ৩ কেন্দ্রে ভোট, আসছে কেন্দ্রীয় বাহিনী। আগের বিধানসভা ভোটে ভবানীপুরে ছিল ১৫ কোম্পানি।সামশেরগঞ্জে ছিল ১৮ কোম্বানি, ১৯ কোম্পানি ছিল জঙ্গিপুরে।
১৩ সেপ্টেম্বরের মধ্যেই আসবেন ২জন আয়-ব্যয় পর্যবেক্ষক, খবর সূত্রের
নন্দীগ্রামের ভোটে কারচুপির অভিযোগ তুলে ফের সরব তৃণমূল নেত্রী। কারচুপির প্রমাণ আছে বলেই আদালতে মামলা গৃহীত হয়েছে। বললেন মমতা
মমতা বলেছেন, ‘কাল পুজোর মিটিংয়ে কেন গেছি, তাও নিয়ে অভিযোগ। ওরা বাঘ হলে আমি বুনো ওল, আমি কী এতই বোকা? পুজোর সমন্বয় মিটিংয়ে গিয়েছিলাম। তার আগেই সিদ্ধান্ত ঘোষণা হয়’
নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। তাঁর মামলায় হাইকোর্টের রায়ের প্রসঙ্গ পরোক্ষে টেনে তিনি বলেছেন, ‘আমাদের কাছে মার্ডার কেসে তথ্য থাকলেও, এফআইআর করা যাবে না? ‘কেন এফআইআর করা যাবে না? ভগবানের জ্যেষ্ঠপুত্র?’
মমতা বলেছেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের ইডি ডেকেছে। কলকাতা থেকে মামলা কেন দিল্লিতে টেনে নিয়ে যাওয়া হল? ‘ক্ষমতা থাকলে এখানে ডাকুন, কোন উদ্দেশে দিল্লিতে তলব?’
মমতা বলেছেন, ‘এরা কংগ্রেস, শরদ পাওয়ারকে এজেন্সি দেখিয়ে জব্দ করেছে। অভিষেকের বিরুদ্ধে বেআইনি কেস থাকলে প্রমাণ করুক। তোমাকে প্রমাণ করতে হবে, তুমি চোর? কলকাতা থেকে মামলা কেন দিল্লিতে টেনে নিয়ে যাওয়া হল? নারদ মামলায় সুব্রত মুখোপাধ্যায়ের নাম আছে, আসল চোরের নাম নেই।’
মমতা বলেছেন, ‘কথায় কথায় হুমকি, বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে ভোট করেছিল। এমনভাবে তৃণমূলকে ধ্বংস করার চেষ্টা হয়েছিল, ভাবলে শিউরে উঠবেন। আমি একটা জায়গায় হেরেছি, কোর্টে গিয়েছি। ইলেকশন মেশিন নিয়েও প্ল্যানিংটা আমিও কিছু কিছু জেনেছি।’
কয়লা পাচারকাণ্ডে অভিষেককে ফের তলব ইডি-র। কাল অভিষেককে তলব।
কর্মিসভায় মমতা বলেছেন,. ‘শুধু আমরাই জানি, কীভাবে আমরা ভোটে লড়েছি। একদিকে সমস্ত এজেন্সি, সব শক্তির বিরুদ্ধে লড়েছি। আমার পা-টাও চোট দিয়েছে, জব্দ করতে পারেনি।চক্রান্ত করেই আমার উপরে হামলা করা হয়েছিল। ‘হামলা চালানোর পর প্লাস্টার নিয়েই ৩দিনেই বেরিয়ে পড়েছিলাম।’
ভবানীপুরে প্রার্থী ঘোষণার পরে চেতলায় প্রথম কর্মিসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
গতকালের পর আজ ফের মুর্শিদাবাদের নবগ্রামে সিবিআইয়ের তদন্তকারী দল। অভিযোগ, গত ৯ মে স্কুলছাত্রীকে গণধর্ষণ করা হয়। এদিন নির্যাতিতাকে নিয়ে ঘটনাস্থলে যান সিবিআইয়ের তদন্তকারীরা।
নদীয়ার শান্তিপুর পঞ্চায়েতে আস্থা ভোট চলাকালীন উত্তেজনা। রানাঘাটের সাংসদ বিজেপির জগন্নাথ সরকারকে ঘিরে বিক্ষোভ।এমপির দেহরক্ষী, পুলিশের সাহায্যে সরানো হল বিজেপি সাংসদকে।আইন অমান্য করে আস্থা ভোট চলাকালীন পঞ্চায়েত অফিসে সাংসদ । সাংসদ আসায় আইন-শৃঙ্খলার অবনতি, দাবি শান্তিপুর ব্লক তৃণমূলের
ভবানীপুরে সিপিএম প্রার্থী হচ্ছেন শ্রীজীব বিশ্বাস। আলিপুর আদালতের আইনজীবী শ্রীজীব বিশ্বাস।বামফ্রন্টের বৈঠকের পরে চূড়ান্ত ঘোষণার সম্ভাবনা
কালকের মধ্যেই ভবানীপুরে বিজেপি প্রার্থীর নাম ঘোষণার সম্ভাবনা। ভবানীপুর উপনির্বাচনে বিজেপির পর্যবেক্ষক অর্জুন সিংহ।অর্জুন সিংহকে সহযোগিতায় সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো। ভবানীপুরের প্রতি ওয়ার্ডে একজন করে বিজেপি বিধায়ককে দায়িত্ব, এমনই খবর সূত্রের।
ঘটনায় তিন মহিলা-সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা তৃণমূল কর্মী বলে এলাকায় পরিচিত। মৃতের নাম দেবাশিস শীল।
আজও দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। পাশাপাশি, দখিনা বাতাসে ভর করে জলীয় বাষ্প ঢোকায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। সুস্পষ্ট নিম্নচাপ সরে গিয়েছে ছত্তীসগঢ়ে। এটি আরও সরে এগোচ্ছে মধ্যপ্রদেশ ও গুজরাতের দিকে। ফলে আজ থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে।
প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে স্বামীকে খুনের অভিযোগ। গাইঘাটায় কবর থেকে তুলে দেহ ময়নাতদন্তে পাঠাল পুলিশ। ৪ সেপ্টেম্বর মৃত্যুর পর কবর দেওয়া হয় স্বামীকে। স্ত্রী ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে বিষ খাইয়ে খুনের অভিযোগ এনেছে পরিবার।
পানীয় জল নিয়ে বিবাদের জেরে মেদিনীপুরে বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গ্রেফতার করা হয়েছে ৪ জনকে। সিবিআই তদন্তের দাবি বিজেপির। পাড়ার বিবাদে রাজনৈতিক রং, পাল্টা অভিযোগ শাসকদলের।
কলকাতা হাইকোর্টের নির্দেশ, ‘অবিলম্বে ফেরাতে হবে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক অবস্থা। প্রত্যাহার করতে হবে সমস্ত অবস্থান-বিক্ষোভ।’
বিচারপতি রাজশেখর মান্থার মন্তব্য, ‘৩ পড়ুয়া কাল থেকেই ক্লাসে যোগদান করতে পারবেন। লঘু পাপে দেওয়া হয়েছে গুরুদণ্ড। উপাচার্য নিজেকে আইনের থেকে বড় ভাবলে তাঁকে শিক্ষা দেবে আদালত।’
বিশ্বভারতীর ৩ পড়ুয়ার বহিষ্কারের সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। ৩ পড়ুয়াকে কাল থেকেই ক্লাসে যোগদানের নির্দেশ।
বেহালায় জোড়া খুনের কারণ ঘিরে এখনও ধোঁয়াশা। তবে পরিচিতর হাতেই খুন মা ও ছেলে, এ ব্যাপারে নিশ্চিত পুলিশ। আবাসনের বাসিন্দারা জানিয়েছেন, বিকেল ৪টে পর্যন্ত বাইরের গেট তালাবন্ধ থাকে।
সাতসকালে অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে। ভবানীপুরে পর্যবেক্ষক হতেই ভয় দেখাতে হামলা করা হয়েছে, অভিযোগ অর্জুনের। এর পিছনে গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্ব, পাল্টা দাবি তৃণমূলের।
আইকোর মামলায় ফের পার্থ চট্টোপাধ্যায়কে নোটিস পাঠাল সিবিআই। সূত্রের খবর, ১৩ই সেপ্টেম্বর তৃণমূলের মহাসচিবকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে।
হরিশ মুখার্জি রোডে চলন্ত গাড়িতে আগুন। জ্বলন্ত গাড়ি দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই পাশের গাড়িতেও আগুন লাগে। অফিসটাইমে দুটি গাড়িতে আগুন লাগায় ব্যস্ত রাস্তায় আতঙ্ক ছড়ায়।
একটি বোমা সাংসদের বাড়ির দরজা ও অপর বোমাটি উল্টোদিকে সিআইএসএফ জওয়ানদের পাহারাস্থলের কাছে ফাটে। নেপথ্যে তৃণমূলের হাত বলে দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
সাতসকালে অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজি। সকাল ৬টা নাগাদ জগদ্দলে বিজেপি সাংসদের বাড়ি লক্ষ্য করে পরপর ২টি বোমা ছোড়ে দুষ্কৃতীরা।
গ্রাহকের অভিযোগ, ব্যাঙ্ক ম্যানেজার পরিচয়ে বৃদ্ধকে ফোন করে ওটিপি না চেয়ে একটি কোড নম্বর দেওয়া হয়। বলা হয়, ওই কোড নম্বরটি গ্রাহকের পিন নম্বরের সঙ্গে যোগ করে যোগফল জানাতে। পরামর্শ অনুযায়ী, ফোনে থাকা ব্যক্তিকে যোগফল জানাতেই গ্রাহকের অ্যাকাউন্ট থেকে প্রায় ৯৮ হাজার টাকা গায়েব হয়ে যায় বলে অভিযোগ।
এবার অভিনব কায়দায় ব্যাঙ্ক প্রতারণার শিকার হলেন দত্তপুকুরের এক বৃদ্ধ। গ্রাহকের আসল পিন নম্বর জানতে নতুন ছক কষল প্রতারকরা। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের দত্তপুকুর শাখার অ্যাকাউন্ট থেকে প্রায় ৯৮ হাজার টাকা খোয়া গিয়েছে বলে অভিযোগ।
কামারহাটি পুরসভা সূত্রে দাবি, ডায়েরিয়ার প্রকোপ মূলতঃ ১ থেকে ৫ নম্বর ওয়ার্ডেই বিভিন্ন এলাকায় দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে জলের নমুনা পরীক্ষার কাজ শুরু হয়েছে। সচেতনতা বাড়াতে প্রচার চালানো হচ্ছে।
কামারহাটি পুরসভা এলাকায় ডায়েরিয়ার প্রকোপ। মঙ্গলবার রাত পর্যন্ত শতাধিক রোগী এসেছেন সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে। মৃত্যু হয়েছে ৩ জনের।আশঙ্কাজনক ১০ জন এখনও ভর্তি রয়েছেন হাসপাতালে।
হামলার সময় কোনও আর্তনাদ শোনা যায়নি কেন? তাহলে কি অচৈতন্য করে খুন করা হয়? দুপুরে খুন করা হয়, প্রায় একইসময়ে কেন ২ ঘণ্টা বন্ধ ছিল ফোন? স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ। তদন্তে গোয়েন্দা পুলিশ।
অনলাইনে ক্লাসের সময় হঠাৎ করেই অফলাইন হয়ে যায় তমোজিৎ। মাকে খুন করার পরে পাশের ঘরে গিয়ে ছেলেকে খুন। পাইপেও মেলে রক্ত। পরিচিত কাউকে দেখেই কি দরজা খুলেছিলেন সুস্মিতা? সূত্রের খোঁজে পুলিশ।
পর্ণশ্রীতে মা-ছেলে খুনের ঘটনায় পরতে পরতে রহস্য। গলাকাটা ছাড়াও শরীরে মিলেছে একাধিক আঘাতের চিহ্ন। সন্দেহ বাড়িয়েছে স্বামীর আংটিতে রক্তের দাগ। তথ্য প্রমাণ লোপাটে বাড়িতেই স্নান আততায়ীর। অপেশাদার খুনি বলে অনুমান পুলিশের।
প্রেক্ষাপট
আজ যে খবরগুলিতে আমাদের নজর থাকবে-
পর্ণশ্রীতে মা-ছেলে খুন। গলাকাটা ছাড়াও শরীরে একাধিক আঘাত। সন্দেহ বাড়িয়ে স্বামীর আংটিতে রক্তের দাগ। তথ্য প্রমাণ লোপাটে বাড়িতেই স্নান আততায়ীর।
অনলাইনে ক্লাসের সময় হঠাৎ অফলাইন তমোজিৎ! মাকে খুন করার পরে পাশের ঘরে গিয়ে ছেলেকে খুন। পাইপেও মিলল রক্ত।
হামলার সময় কোনও আর্তনাদ শোনা যায়নি কেন? তাহলে কী অচৈতন্য করে খুন? দুপুরে খুন, প্রায় একইসময়ে কেন ২ ঘণ্টা বন্ধ ছিল ফোন?
ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রার্থী নিয়ে দলের অস্বস্তি বাড়ালেন তথাগত। সুবোধ বলে একজনের কথা উল্লেখ করে কটাক্ষ। প্রস্তুতি নিয়েই ভোটে লড়াই, কেউ না কেউ প্রার্থী হবেন, বিতর্ক এড়িয়ে বললেন দিলীপ।
৫টি মামলায় শুভেন্দুকে হাইকোর্টের রক্ষাকবচ। চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য। আজ শুনানির সম্ভাবনা। বারবার ধাক্কা খেয়েও শিক্ষা হয়নি, কটাক্ষ বিজেপির।
নিম্মচাপের সঙ্গে মৌসুমী অক্ষরেখা। জোড়া ফলায় রাত থেকে প্রবল বৃষ্টি। দিঘায় প্রবল জলোচ্ছ্বাস, ডুবল ট্রলার। কালিম্পঙে জাতীয় সড়কে ফের ধস।
আগের বছরের বিধি মেনে এবছরও পুজো। রাতে ছাড় থেকে ১৮ অক্টোবরের কার্নিভাল নিয়ে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত, জানালেন মুখ্যমন্ত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -