কলকাতা: তাঁর দলের বিখ্যাত স্লোগান, 'খেলা হবে' । যা একাধিক মিটিং-মিছিলে তাঁর মুখেও শোনা গিয়েছে । এবার মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানালেন যে, তিনি নিজেও সময় পেলেই খেলেন। এবং রোজ বাড়িতে একশোবার করে ফুটবল নাচান ।


বুধবার ইস্টবেঙ্গল ক্লাবে একটি মিউজিয়াম উদ্বোধন করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী । সেখানে তাঁর সঙ্গে ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারিও । মমতা বলেন, 'বারবার দেখা হবে রাস্তায় রাস্তায়, পায়ে পায়ে খেলতে খেলতে । আর আমি ফুটবল ভালবাসি বলেই খেলা হবে এই স্লোগান দিয়েছিলাম । এবং মনে রাখবেন, আমি রোজ বাড়িতে অন্তত একশোবার ফুটবলটাকে নাচাই । তার কারণ হচ্ছে খেলা হবে এটা মনে রাখার জন্য । যাতে আমি ভুলে না যাই । এটা আমাকে বারবার মনে করিয়ে দেয় ।' মুখ্যমন্ত্রীর কথা শুনলে তুমুল হাততালি দেয় উপস্থিত জনতা ।


নিজের ক্রীড়াপ্রেমের কথা বলার পাশাপাশি মমতা জানান যে, গোটা জীবনে নানারকম চোট-আঘাত সামলাতে হয়েছে তাঁকে । মুখ্যমন্ত্রী বলেন, 'আমি খেলতে ভালবাসি । কিন্তু মার খেতে খেতে সিপিএমের আমলে আমার দুই হাতেই অস্ত্রোপচার হয়েছে, আমার দুটো পায়েও অস্ত্রোপচার হয়েছে । কোমরেও চোট রয়েছে । তা সত্ত্বেও আমি মনের জোরে খেলাটাকে ভালবাসি। এবং খেলি।' যোগ করেন, 'সুযোগ পেলে একটু আধটু ব্যাডমিন্টনও খেলি। ছোটবেলা গুলিও খেলেছি। লাট্টুও খেলেছি। পিট্টুও খেলেছি। কাবাডিও খেলেছি। আমি এশিয়াডের সময় কবাডিকে ঢুকিয়ে দিয়ে এসেছিলাম। ছোটবেলা আদি গঙ্গার ধারে সাঁতারও কেটেছি। গাছেও উঠেছি। এমন কোনও কাজ নেই। ছোটবেলা থেকে ঘরের বাসন মাজা, কাপড় কাচা সবটাই যেমন ভালবাসি, তেমনই হারমোনিয়াম থেকে শুরু করে, পিয়ানো থেকে শুরু করে, বাঁশি থেকে শুরু করে, তবলা থেকে শুরু করে সবার মিলিত শক্তি যা আমাদের প্রাণের আওয়াজ তোলে সেটাকে আমরা সকলেই ভালবাসি।'


 



মমতা মঞ্চ থেকে বলেন, 'আমাদের দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ অ্যাওয়ার্ড পেয়েছে। আগামী ১ তারিখ তার মিটিং আছে। ২২ তারিখ পুজো ক্লাবগুলোকে নিয়ে বৈঠক রয়েছে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডানকেও সেই বিঠকে নিমন্ত্রণ করে গেলাম।'


আরও পড়ুন: কলকাতা নাইট রাইডার্সের নতুন কোচ কে হচ্ছেন, জানিয়ে দিল শাহরুখ-জুহির দল