কলকাতা: ব্রেন্ডন ম্যাকালাম (Brendon McCullum) ইংল্যান্ডের জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই জল্পনা চলছিল, কে হবেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) পরবর্তী কোচ। অবশেষে অপেক্ষার অবসান ঘটল। বুধবার নতুন হেড কোচের নাম ঘোষণা করে দিল শাহরুখ খান-জুহি চাওলার দল।


কলকাতা নাইট রাইডার্স থেকে জানিয়ে দেওয়া হল, ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের (Chandrakant Pandit) হাতে তুলে দেওয়া হচ্ছে দায়িত্ব। সেই চন্দ্রকান্ত পণ্ডিত, যাঁর প্রশিক্ষণে গত রঞ্জি ট্রফিতে শক্তিশালী মুম্বইকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মধ্যপ্রদেশ।


কেকেআরের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) বেঙ্কি মাইসোর (Venky Mysore) বলেছেন, 'আমরা দারুণ খুশি যে চন্দু (ঘরোয়া ক্রিকেট মহলে এই নামেই জনপ্রিয় চন্দ্রকান্ত পণ্ডিত) আমাদের পরবর্তী পর্বে নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব নিচ্ছে। ওঁর প্রশিক্ষণ, অধ্যাবসায়, সংকল্প আর ঘরোয়া ক্রিকেটে সাফল্যের রেকর্ড দুর্দান্ত। সকলেই সেটা জানেন। আমরা অপেক্ষায় আছি অধিনায়ক শ্রেয়স আইয়ারের সঙ্গে ওর দুর্দান্ত একটা পার্টনারশিপ দেখার জন্য মুখিয়ে রয়েছে।' মাইসোরের কথায় ইঙ্গিত, শ্রেয়সই পরের মরসুমে কেকেআরের নেতৃত্বের দায়িত্বে থাকছেন।


 






দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত পণ্ডিতও। বলেছেন, 'আমার কাছে এই দায়িত্ব দারুণ সম্মানের। আমি ক্রিকেটার এবং অন্যান্যদের কাছে শুনেছি কেকেআরের সংস্কৃতি ও সাফল্যের ইচ্ছে নিয়ে। আমি দলের ক্রিকেটারদের প্রতিভা ও সাপোর্ট স্টাফদের দক্ষতা নিয়েও খুব আশাবাদী। আমি ইতিবাচক থাকছি।'


গত আইপিএলের মাঝপথেই দলকে দায়িত্ব ছাড়ার কথা জানিয়ে দিয়েছিলেন ম্যাকালাম। নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তথা কেকেআরের হয়ে আইপিএলে খেলে যাওয়া তারকা জানিয়েছিলেন, তিনি ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব নিতে চলেছেন। ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড থেকেও জানিয়ে দেওয়া হয়েছিল যে, ম্যাকালামকে দেওয়া হচ্ছে জাতীয় দলের কোচের দায়িত্ব। তখন থেকেই আলোচনা চলছিল, কেকেআরের পরবর্তী কোচ কে হতে পারেন। অবশেষে পণ্ডিতের নাম জানাল কেকেআর।


চমক বলতে, পণ্ডিত কোনওদিন কোনও আন্তর্জাতিক দল বা আইপিএলের কোনও দলকে কোচিং করাননি। তবে ঘরোয়া ক্রিকেটে কোচ হিসাবে তিনি কিংবদন্তি। অজানা, অখ্যাতদের নিয়ে দলকে চ্যাম্পিয়ন করার নজির রয়েছে। মধ্যপ্রদেশকে গত রঞ্জিতে চ্যাম্পিয়ন করার নেপথ্যেও ছিল পণ্ডিতের ক্ষুরধার মস্তিষ্ক।


আরও পড়ুন: জাতীয় দলে নিজের জায়গা পাকা করতে চান, বলছেন শাহবাজ