নয়া দিল্লি: ক্রমশ ঘনিয়ে আসছে উত্তরপ্রদেশ (Uttarpradesh) নির্বাচনের দিন। যোগী রাজ্যে ক্ষমতা ধরে রাখতে এবার নির্বাচনী গুরুদায়িত্ব সামলানোর ভার নিচ্ছেন নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং অমিত শাহ (Amit shah)। বাংলার (West Bengal) মতোই উত্তরপ্রদেশ নির্বাচন বিজেপির কাছে গুরুত্বপূর্ণ। বিজেপি উত্তরপ্রদেশে আগামী ১০০ দিনে ১০০ কর্মসূচী আয়োজনের ব্লুপ্রিন্ট তৈরি করেছে। দলের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্য্যপূর্ণ এই রাজ্যে। তাই ভোটারদের মন পেতে এবার যোগীরাজ্যে ৪টি মেগা র‍্যালি করবেন নরেন্দ্র মোদি।


তবে শুধু নির্বাচনী রণনীতি নয়, নভেম্বরে উত্তরপ্রদেশে একাধিক কেন্দ্রীয় প্রকল্পও উদ্বোধনের কথা রয়েছে। প্রায় ১ লক্ষ কোটি টাকার রাজ্য ও কেন্দ্রীয় প্রকল্পগুলি উদ্বোধন করবেন মোদি এবং অমিত শাহ। চলতি মাসেই উত্তরপ্রদেশে পাঁচটি নির্বাচনী সভা করবেন শাহ।  ১৬ নভেম্বর সে রাজ্যে ৪২ হাজার কোটি টাকার পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেখানে একটি বিশাল জনসভাও করবেন তিনি। প্রসঙ্গত, উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথ সরকার ক্ষমতায় আসার এক বছর পর ২০১৮ সালের জুলাই তিনি এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।


আরও পড়ুন, রাজ্য মন্ত্রিসভায় রদবদল, নতুন পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়, অর্থ দফতর মুখ্যমন্ত্রীর হাতেই


এরপর প্রধানমন্ত্রী ২৫ নভেম্বর নয়ডার Jewar International Airport-এর উদ্বোধন করবেন যা ২০২৪ সালের মধ্যে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। রানি লক্ষ্মী বাঈয়ের ১৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী মোদির ঝাঁসি সফরও রয়েছে। এই সফরের মাধ্যমে ভারতের স্বাধীনতার ৭৫ বছর উদযাপনের 'আজাদি কা অমৃত মহোৎসব' কর্মসূচিও পালন করা হবে সেখানে। এছাড়াও কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনও করার কথা রয়েছে। 


অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১২-১৩ নভেম্বর প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বারাণসীতে যাবেন। তিনি আজমগড়, জৌনপুর এবং উত্তরপ্রদেশের বাস্তিতে সমাবেশে বক্তব্য রাখবেন। সেখানকার ভোটারদের সঙ্গেও দেখা করবেন বলে খবর।