এক্সপ্লোর
সাংসদ হওয়ার পর থেকে একবারও আসেননি, গুরুদাসপুরে পড়ল ‘সানি দেওল নিখোঁজ’ পোস্টার
তাঁদের বক্তব্য, যদি সানির পরিচিত কারও চোখে এই পোস্টার পড়ে, তবে তিনি মানুষের ক্ষোভের কথা তাঁর কানে তুলবেন।
![সাংসদ হওয়ার পর থেকে একবারও আসেননি, গুরুদাসপুরে পড়ল ‘সানি দেওল নিখোঁজ’ পোস্টার Posters placed outside Pathankot railway station of Sunny Deol সাংসদ হওয়ার পর থেকে একবারও আসেননি, গুরুদাসপুরে পড়ল ‘সানি দেওল নিখোঁজ’ পোস্টার](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/01/13125656/SUNNY-DEOL-MISSING.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
গুরুদাসপুর: লোকসভা ভোটে তো জিতেছেন। তারপর থেকে আর গুরুদাসপুর যাওয়ার নামও করেননি সানি দেওল। এবার পাঠানকোট রেল স্টেশনে পড়ল তাঁর নিখোঁজ পোস্টার।
স্থানীয় মানুষের বক্তব্য, বলিউডের স্ট্রংম্যান সানি এলাকায় উন্নয়ন করবেন আশা নিয়ে তাঁকে গত বছর সংসদে পাঠিয়েছিলেন তাঁরা। তাঁদের বিশ্বাস ছিল, সানি তাঁর খ্যাতি ও পরিচিতি কাজে লাগিয়ে পঞ্জাবের এই শহরে বড় বড় প্রকল্প নিয়ে আসবেন, তাতে বেকারত্ব কমবে। কিন্তু ভোটে জিতে সানি সংসদমুখো হয়েছেন ঠিকই কিন্তু একেবারে ভুলে গিয়েছেন তাঁর কেন্দ্র গুরুদাসপুরের কথা।
ক্ষুব্ধ বাসিন্দাদের বক্তব্য, তাঁদের প্রতারণা করা হয়েছে। পাঠানকোট রেল স্টেশনে সানির নিখোঁজ পোস্টার লাগিয়েছেন তাঁরা। তাঁদের বক্তব্য, যদি সানির পরিচিত কারও চোখে এই পোস্টার পড়ে, তবে তিনি মানুষের ক্ষোভের কথা তাঁর কানে তুলবেন।
গত বছর লোকসভা ভোটে বিজেপির টিকিটে গুরুদাসপুর থেকে নির্বাচিত হন সানি। তাঁর বিপরীতে ছিলেন কংগ্রেস নেতা সুনীল জাখর। ৮২,০০০-এর বেসি ভোটে সানি হারিয়ে দেন তাঁকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)