প্রয়াগরাজ: রঙের উৎসবে (Holi 2022) রক্তাক্ত প্রয়াগরাজ (Prayagraj)। দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু হল দুই ব্যক্তির। জানা গিয়েছ, মৃত দুই ব্যক্তিই মদ্যপ অবস্থায়। পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার রং খেলার সময় দুই গোষ্ঠীর বচসা থেকে হাতাহাতি হয়। গোষ্ঠী সংঘর্ষের জেরেই প্রাণ হারান দু’জন


সূত্রের খবর, মৃত যুবকের মধ্যে একজনকে পিটিয়ে মারা হয়েছে। আরেক জনকে গুলি করে হত্যা করা হয়। মৃতদের নাম রাহুল সোনকার (২৫) এবং সঞ্জয় রাজপুত (৩৫)। পুলিশের উচ্চপদস্থ কর্তা অজয় কুমার জানিয়েছেন, প্রয়াগরাজের ডান্ডিয়ায় জর্জ টাউন থানা ( George Town police station) এলাকায় ঘটনাটি ঘটেছে। দুই গোষ্ঠীর মধ্যে মদ্যপ অবস্থায় ছিলেন। গুলিবিদ্ধ হন রাহুল। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।


সারা দেশজুড়ে পালিত হচ্ছে রঙের উৎসব। আর হোলি উদযাপনের আনন্দের মধ্যেই প্রয়াগরাজে মর্মান্তিক ঘটনা প্রাণ কেড়ে নিল দুজনের। তার আগে গত বৃহস্পতিবার  হোলিকা দহনের ঠিক আগে মহারাষ্ট্রের পালঘরে দুর্ঘটনা ঘটে। ট্রাক থেকে এক কিশোর জল ভরা বেলুন এক স্কুটার আরোহীকে লক্ষ্য করে ছোড়ে। আর এই ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারেন। এর ফলে ওই সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মহারাষ্ট্রের পালঘর জেলায় হোলিকা দহন অনুষ্ঠানের জন্য ট্রাকে করে কাঠ নিয়ে যাওয়া হচ্ছিল। ওই সময় ট্রাকে ছিল ওই কিশোরও। যাওয়ার সময় সে এক স্কুটার আরোহীকে লক্ষ্য করে জল ভরা বেলুন ছোড়ে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ওই স্কুটার আরোহী। সেই সময় পাশ দিয়ে যাচ্ছিলেন এক সাইকেল আরোহী। নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটার ধাক্কা মারে ওই ব্যক্তির সাইকেলে। গুরুতর আঘাত লাগে তাঁর। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয় ওই সাইকেল আরোহীকে।