পাঁচতারা হোটেলে দেহ-ব্যবসার চক্র ফাঁস মুম্বই পুলিশের, গ্রেফতার বলিউডের এক অভিনেত্রী, এক মডেল
খদ্দের সেজে হোটেলে পাঠানো হয় কয়েকজন গোয়েন্দাকে। তাঁরা গিয়ে অভিযুক্তদের সঙ্গে কথা বলেন।
মুম্বই: মুম্বইতে বড়সড় দেহ-ব্যবসার চক্র ফাঁস করল পুলিশ। দেহ-ব্যবসার অভিযোগে শহর লাগোয়া গোরেগাঁওয়ের একটি পাঁচতারা হোটেল থেকে গ্রেফতার করা হল বলিউডের এক অভিনেত্রী ও এক মডেল সহ বেশ কয়েকজনকে। মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ডিসিপি ডিএস স্বামীর নেতৃত্বে গোরেগাঁওয়ের একটি পাঁচতারা হোটেলে বৃহস্পতিবার রাতে অভিযান চালায় পুলিশের বিশেষ দল। সেখান থেকেই ৩২ বছর বয়সী বলিউড অভিনেত্রী অমৃতা ধানোয়া ও ২৬ বছরের মডেল রিচা সিংহকে গ্রেফতার করা হয়। অভিযোগ, এই দুজন নাম করা হোটেলে বিভিন্ন ব্যক্তির কাছে মহিলাদের পাঠাতেন। পুলিশ এই দুজনের বিরুদ্ধে মহিলাদেরকে জোর করে দেহ-ব্যবসায় নামানোর অভিযোগ এনেছে। পুলিশ জানিয়েছে, খদ্দের সেজে হোটেলে পাঠানো হয় কয়েকজন গোয়েন্দাকে। তাঁরা গিয়ে এই দুজনের সঙ্গে কথা বলেন। এরপরই, পুলিশ সেখানে হানা দেয়। ঘটনাস্থল থেকে ২ মহিলাকে উদ্ধার করেছে পুলিশ। প্রসঙ্গত, কিছুদিন আগে, খবরের শিরোনামে এসেছিলেন অমৃতা। বিগ বস-১৩ প্রতিযোগী আরহান খানের বিরুদ্ধে তিনি পুলিশের কাছে প্রতারণার অভিযোগ দায়ের করেন।
Prostitution racket busted, Prostitution racket, Goregaon 5-star hotel, Bollywood actress arrested, model arrested, Amrita Dhanoa, Richa Singh