এক্সপ্লোর
ব্রিগেড থেকে ট্রামের ঘন্টি- চেতলা অগ্রণীর পুজোয় উঠে আসছে বাঙালির নিজস্ব সব স্বাক্ষর
চেতলা অগ্রণীর পুজো প্রস্তুতি।

কলকাতা: পুজোর আর মাত্র এক মাস। নিঃশ্বাস ফেলার সময় নেই প্রতিমা শিল্পীদের। ব্যস্ত প্যান্ডেল নির্মাণকারীরাও, বৃষ্টির চোখরাঙানি পাশ কাটিয়ে দ্রুত শেষ করতে হবে কাজ। প্রতি বছরের মত এবারও ব্যস্ত চেতলা অগ্রণী। তাদের শিল্পী অনির্বাণ ।
রবি কবি সেই কবেই বলে গিয়েছেন 'কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে'। আসলে কলকাতার একটা নিজস্ব ছন্দ আছে। নিজস্ব গতি আছে। শত উত্থান পতনেও সে গতি অপরিবর্তিত থাকে। কলকাতার সেই নিজস্ব ছন্দটাই ধরতে চেয়েছেন শিল্পী। ব্রিগেড, বইমেলা, চিংড়ি, ইলিশই হোক বা উত্তম-সুচিত্রা, ঢাকের বাদ্যি, ট্রামের ঘন্টি এমন সব পরিচিত জিনিসের মুখোমুখি হবেন দর্শকরা।
রবি কবি সেই কবেই বলে গিয়েছেন 'কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে'। আসলে কলকাতার একটা নিজস্ব ছন্দ আছে। নিজস্ব গতি আছে। শত উত্থান পতনেও সে গতি অপরিবর্তিত থাকে। কলকাতার সেই নিজস্ব ছন্দটাই ধরতে চেয়েছেন শিল্পী। ব্রিগেড, বইমেলা, চিংড়ি, ইলিশই হোক বা উত্তম-সুচিত্রা, ঢাকের বাদ্যি, ট্রামের ঘন্টি এমন সব পরিচিত জিনিসের মুখোমুখি হবেন দর্শকরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ক্রিকেট
লাইফস্টাইল-এর
ক্রিকেট
খেলার






















