অমৃতসর: সীমান্তবর্তী রাজ্য পাঞ্জাবে চমকপ্রদ ফল আম আদমি পার্টির। ২০১৭ সালে লড়েও যে জয় অধরা ছিল। মাত্র পাঁচ বছরে সেই লক্ষ্য ছুঁয়ে ফেলল অরবিন্দ কেজরিওয়ালের দল। সিংহভাগ আসনেই জয়ের মুখ দেখতে চলেছেন আম আদমি পার্টির প্রার্থীরা।
শুধু তাই নয়, শাসক কংগ্রেস ও শিরোমণি আকালি দলের একাধিক হেভিওয়েট প্রার্থীকে হারিয়েছেন আপের প্রার্থী। পাঞ্জাব বিধানসভা ভোটে অন্যতম হেভিওয়েট কেন্দ্র ছিল অমৃতসর পূর্ব (amritsar east)। সেখানে কংগ্রেসের টিকিটে লড়েছিলেন পঞ্জাব কংগ্রেসের সভাপতি নভজ্যোত সিংহ সিধু। ওই আসনেই লড়েছিলেন আরও এক হেভিওয়েট প্রার্থী, শিরোমণি আকালি দলের বিক্রম সিংহ মাজিথিয়া। ওই আসনেই আম আদমি পার্টির বাজি ছিল জীবনজ্যোত কউর। ফল বেরলে দেখা গেল, বাজিমাত করেছেন আপের মহিলা প্রার্থী। দুই দলের হেভিওয়েট প্রার্থীকে পিছনে ফেলে অমৃতসর পূর্ব আসনটি ছিনিয়ে এনেছেন জীবনজ্যোত কউর। দ্বিতীয় স্থানে রয়েছেন নভজ্যোত সিংহ সিধু, আরও পিছনে তৃতীয় স্থানে রয়েছেন বিক্রম সিংহ মাজিথিয়া।
এই ফলাফলের পরেই খোঁজ শুরু হয়েছে। কে জীবনজ্যোত কউর? কোন মন্ত্রে এমন বাজিমাত করলেন তিনি?
রাজনীতি ময়দানে আসার আগে থেকেই পাঞ্জাবের সমাজে পরিচিত নাম জীবনজ্যোত। তাঁর আরও এক পরিচয় 'Pad Woman'। অমৃতসরে মহিলাদের মধ্যে ঋতুস্রাব সংক্রান্ত সচেতনতা প্রচারের মুখ তিনি। তাঁর এলাকায় মহিলাদের স্বাস্থ্য নিয়ে সামাজিক আন্দোলনের সঙ্গেও যুক্ত তিনি। একটি সংগঠনও রয়েছে তাঁর। সেটির মাধ্যমেই চলে তাঁর কাজ। একটি বিদেশি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে পুনর্ব্যবহারযোগ্য প্যাড ব্যবহার নিয়ে সচেতনতা প্রচার চালান তিনি। ওই এলাকায় মহিলাদের মধ্যে এই ধরনের প্যাড বিলিও করে থাকে তাঁর সংগঠন। আপে যোগদানের পর অমৃতসর শহর এলাকায় দলের জেলা সভাপতি পদে বসেন জীবনজ্যোত কউর। তারপরে অমৃতসর পূর্ব আসনটি জিততে তাঁর উপরেই ভরসা রাখে আম আদমি পার্টি। সেই লড়াইয়েও জয় ছিনিয়ে আনলেন জীবনজ্যোত কউর
আরও পড়ুন: ''গোয়ার জনমত মাথা পেতে নিচ্ছি'', ট্যুইটে বার্তা তৃণমূলের