নয়া দিল্লি: আজ ফের তুরস্কের ইস্তানবুলে আলোচনায় বসছেন ইউক্রেন (Ukraine) ও রাশিয়ার (Russia) প্রতিনিধিরা। এর আগের সবকটি আলোচনায় যুদ্ধ বিরতি নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছোতে পারেনি দু’দেশ। এরই মধ্যে প্রকাশ্যে এল এক চাঞ্চল্যকর তথ্য। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) ইউক্রেনের বাসিন্দাদের ‘মারবেন’ বলে জানিয়েছেন। পুতিন একথা বলেছেন যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির একটি হাতে লেখা একটি চিঠি তাঁকে দিয়েছিলেন অ্যাব্রামোভিচ। রাশিয়ার এক ব্যবসায়ী রোমান অ্যাব্রামোভিচ অলিখিতভাবে রাশিয়ার দূত হিসেবে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসবেন, এমনটাই জানিয়েছেন। 


শান্তি বৈঠকের পরই অসুস্থ হয়ে পড়েন মধ্যস্থতাকারীরা


টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে , হাতে লেখা নোটটিতে যুদ্ধ শেষ করার জন্য ইউক্রেনের শর্তগুলি বিশদ বিবরণ রয়েছে। এদিকে, সোমবার, ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে বলা হয়েছে যে রোমান আব্রামোভিচ এবং ইউক্রেনীয় শান্তি আলোচনাকারীরা এই মাসের শুরুর দিকে ইউক্রেনের রাজধানী শহর কিভে একটি বৈঠকের পরে সন্দেহজনক বিষক্রিয়ার উপসর্গের শিকার হয়েছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে লক্ষণগুলির মধ্যে রয়েছে চোখ লাল হওয়া এবং তাদের মুখ ও হাতের ত্বকে সমস্যা দেখা দিয়েছে। তবে এখন তাঁরা বিপদমুক্ত। 


আরও পড়ুন, স্রেফ ভয় দেখানোর কৌশল, নাকি খুনের ছক রাশিয়ার! যুদ্ধে মধ্যস্থতাকারী চেলসি-মালিকের উপরও বিষপ্রয়োগের অভিযোগ


এরইমধ্যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডন জানিয়েছেন, ভ্লাডিমির পুতিনকে পদ থেকে সরানোর ডাক দিয়ে তিনি কোনও ভুল করেননি। এর জন্য তিনি ক্ষমাও চাইবেন না।  ব্যাখ্যা দিয়ে তিনি জানান, তাঁর নৈতিক ক্রোধের বহিঃপ্রকাশ ওই মন্তব্য। তা আমেরিকার নতুন নীতি নয়। 


একমাসেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ। রাষ্ট্রপুঞ্জের পরিসংখ্যান, প্রায় ৪০ লক্ষ ইউক্রেনীয় নাগরিক দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তাঁরা আশ্রয় নিয়েছেন পোল্যান্ড, হাঙ্গেরি-সহ বিভিন্ন দেশে। সংঘাতের সমাধান খুঁজতে তুরস্কে বৈঠকে বসছে ইউক্রেন ও রাশিয়া। তবে পুতিন ও জেলেনস্কির বৈঠকের সম্ভাবনা খারিজ করেছে মস্কো।