নয়াদিল্লি: বয়সে সকলের চেয়ে ছোট। সদ্য আগমন ঘটেছে পরিবারে (Gandhi Family)। বাড়ির সেই নতুন সদস্যের সঙ্গে গোটা দেশের পরিচয় করিয়ে দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী (Rahul Gandhi)। বিশেষ মুহূর্তের সেই ছবি এবং ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কংগ্রেস নেত্রী তথা রাহুলের মা সনিয়া গাঁধীকেও (Sonia Gandhi) দেখা গিয়েছে ভিডিয়োয়। পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানান তিনি।
গাঁধী পরিবারে নতুন সদস্যের আগমন ঘটেছে বইকি। তবে মানুষ নয়, ছোট্ট একটি সারমেয় দত্তক নিয়েছেন রাহুল। উত্তর গোয়ার মাপুসায় ঘর-পরিবারহীন অবস্থায় দিনযাপন করছিল সে। জ্যাক রাসেল টেরিয়ার প্রজাতির ওই কুকুরছানাকে দত্তক নিয়েছেন রাহুল। নাম রেখেছেন 'নূরি', যার আর্থ আলো। ৪ অক্টোবর, বিশ্ব পশু দিবসে নূরির সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিলেন।
ছোট্ট সদস্যকে বাড়িতে এনে, মা সনিয়াকে চমকে দেন রাহুল। অগাস্ট মাসে নূরিকে দত্তক নিতেই গোয়া গিয়েছিলেন রাহুল। বুধবার সোশ্যাল মিডিয়ায় সনিয়ার সঙ্গে নূরির সাক্ষাৎপর্বের একটি ভিডিও পোস্ট করেন তিনি। 'মায়ের জন্য ছোট্ট সারপ্রাইজ' বলে ইউটিউবে ভিডিওটি পোস্ট করেন রাহুল। তাতে মাকে প্রথমে ঘরের মধ্যে থেকে বেরিয়ে আসতে অনুরাধ জানান তিনি। প্রথমে ইতস্তত করলেও দরজা দিয়ে বেরিয়ে আসেন সনিয়া।
আরও পড়ুন: Allahabad High Court: সাতপাক না ঘুরলে বৈধ নয় বিয়ে, জানাল এলাহাবাদ হাইকোর্ট
ততক্ষণে একটি টৈবিলের উপর উপহারের বাক্সে নূরিকে রেখে দিয়েছেন রাহুল। ঢাকনা খুলেই চমকে যান সনিয়া। তার পর যত্ন করে নূরিকে বের করে আনেন তিনি। নূরিকে পেয়ে রাহুলকে ধন্যবাদও জানান। এর পরে দেখা যায়, চেয়ারে বসে নূরিকে আদর করছেন সনিয়া। একটা সময় বাড়ির বিছানাও নূরির দখলে চলে যায়। রাহুলের ওই ভিডিওটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও পোস্ট করে রাহুল লেখেন, 'পরিবাররে নতুন এবং কনিষ্ঠতম সদস্যের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিতে চাই।আমাদের ছোট্ট পোষ্য নূরি। গোটা থেকে সোজা আমাদের বাহুডোরে এসে উঠেছে, সঙ্গে বয়ে নিয়ে এসেছে আলো। নিঃশর্ত ভালবাসা, আপসহীন আনুগত্য-পশুদের থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। সমস্ত প্রাণীকে ভালবাসা এবং নিরাপত্তা দেওয়া উচিত আমাদের'।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিওটি। প্রতিক্রিয়া জানাতে গিয়ে একজন লেখেন, 'রাহুল একজন অনুভূতিশীল মানুষ। উনি পশুপ্রেমীও। শুধুমাত্র নেতা নন, দরদীও'। অন্য একজন লেখেন, 'সারমেয়টিকে দেখেই বোঝা যাচ্ছে, সে কতটা খুশি।ক্রমাত যে ভাবে লেজ দোলাচ্ছে, আমার মন গলে জল'।