নয়াদিল্লি: বিহার-বাংলা সীমানায় ভাঙল রাহুল গান্ধীর গাড়ির কাচ(Rahul Gandhi) । পিছন থেকে ঢিল মেরে গাড়ির কাচ ভেঙে দেওয়ার অভিযোগ অধীর চৌধুরীর। কোচবিহার থেকে শুরু করে বাংলায় বারবার বাধার মুখে পড়েছেন রাহুল গান্ধী। তিনি অপমানিত হয়েছেন। অতিথিকে সম্মান দেখানো বাংলার সংস্কৃতি, মন্তব্য অধীরের।
প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, রাহুলের যাত্রা পথে তাঁর ছবি দেওয়া পোস্টার, ফেস্টুনের ওপর টাঙিয়ে দেওয়া হয়েছে অন্য দলের পতাকা। এদিন বিহারের কাটিহার থেকে হরিশ্চন্দ্রপুরে ঢোকে রাহুলের ন্যায় যাত্রা (Bharat Jodo Nyay Yatra)। বাংলা-বিহার সীমানায় দিল্লি দেওয়ানগঞ্জের কাছে রাহুলের গাড়ির পিছনের কাচ ভেঙে যায়। ভিড়ের জন্য মঞ্চে নয়, বাসের মাথায় চড়ে বক্তব্য রাখেন রাহুল।
রাহুলের যাত্রার নিরাপত্তা সুনিশ্চিত করতে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার পরেও ভাঙল রাহুলের গাড়ির কাচ। আর তাই এবার প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতা ও গাফিলতির অভিযোগ তুললেন অধীর চৌধুরী। 'সরকার ও প্রশাসন চাইছে রাহুলের যাত্রায় বিশৃঙ্খলা তৈরি হোক', অভিযোগ অধীর চৌধুরীর। রাহুলের গাড়ির কাচ ভাঙা নিয়ে অধীর চৌধুরীর উল্টো সুর কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেতের। তিনি জানিয়েছেন, রাহুলের গাড়িতে হামলা হয়নি। X হ্যান্ডেলে কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেতের দাবি, 'রাহুলের গাড়ির কাছে চলে যান এক মহিলা। হঠাৎ করে থামাতে হয় রাহুলের গাড়ি। নিরাপত্তা বলয়ে থাকা দড়ির আঘাতে ভেঙেছে রাহুলের গাড়ির কাচ।' পাশাপাশি তৃণমূল সরকারের দোষ দেখছে না, কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ।
অপরদিকে, রাহুল গাঁধীর গাড়ির কাচ ভাঙা নিয়ে প্রতিক্রিয়া মমতা বন্দোপাধ্য়ায়ের। বাংলায় নয়, বিহারে ভেঙেছে রাহুলের গাড়ির কাচ। বহরমপুরের সভা থেকে দাবি করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী দাবি করেছেন, 'বাংলায় নয় রাহুলের গাড়ির কাচ ভাঙা হয়েছে বিহারে। আমরা এসব করি না, এসব নাটক করে কী লাভ, বিহারের কাটিহারে রাহুলের গাড়ির কাচ ভাঙা হয়েছে,ওঁরা কাচ ভাঙা অবস্থায় বাংলায় ঢুকেছে, বিহারে সবে বিজেপি-নীতীশ এক হয়েছে, ওঁদের রাগ থাকতেই পারে।' রাজ্য পুলিশের দাবি, বাংলায় নয়, রাহুলের গাড়ির কাচ ভাঙা হয়েছে বিহারের কাটিহারে।
আরও পড়ুন, 'এত বড় হাসপাতাল রাতে এক্স-রে হয় না !' চিকিৎসা করাতে এসে 'অবাক' খোদ রাজ্যের মন্ত্রী
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)