এক্সপ্লোর
Advertisement
মহাত্মা গাঁধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইনে অতিরিক্ত ৪০ হাজার কোটি: ‘ডিগবাজি’ খেলেন প্রধানমন্ত্রী! কটাক্ষ রাহুলের
সেদিনের ওই ভাষণে কংগ্রেসকে এই আইন প্রসঙ্গে আক্রমণ করে মোদি বলেছিলেন, মনরেগা আপনাদের ব্যর্থতার জীবন্ত সৌধ। স্বাধীনতার ৬০ বছর পরও কংগ্রেসকে খানা-খন্দ গর্ত খোঁড়ার জন্য লোক লাগাতে হচ্ছে বলে কটাক্ষও করেছিলেন প্রধানমন্ত্রী।
নয়াদিল্লি: মহাত্মা গাঁধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন (এমজিএনরেগা) বা মনরেগা প্রকল্প নিয়ে আগের অবস্থান থেকে ‘সম্পূর্ণ ঘুরে গিয়ে ডিগবাজি’ খেলেন প্রধানমন্ত্রী! কটাক্ষ রাহুল গাঁধীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ য় ক্ষমতায় আসার পর সংসদে নিজের ভাষণে এই আইন নিয়ে কী বলেছিলেন, সেই ভিডিও পোস্ট করে আজ এই মন্তব্য করেন কংগ্রেস নেতা তথা সাংসদ। "ModiUturnOnMNREGA" হ্যাশট্যাগ ব্য়বহার করেন রাহুল, মোদির ২০১৪র সংসদে দেওয়া ভাষণের ভিডিও ক্লিপ পোস্ট করে ওই আইনের গুরুত্ব এতদিনে উপলব্ধি করায় তাঁকে কটাক্ষের সুরে ধন্যবাদও দেন।
प्रधानमंत्री ने UPA काल में सृजित MNREGA स्कीम के लिए 40,000 करोड़ का अतिरिक्त बजट देने की मंज़ूरी दी है। MNREGA की दूरदर्शिता को समझने और उसे बढ़ावा देने के लिए हम उनके प्रति आभार प्रकट करते हैं।#ModiUturnOnMNREGA pic.twitter.com/XMOmhXhVeD
— Rahul Gandhi (@RahulGandhi) May 18, 2020
সেদিনের ওই ভাষণে কংগ্রেসকে এই আইন প্রসঙ্গে আক্রমণ করে মোদি বলেছিলেন, মনরেগা আপনাদের ব্যর্থতার জীবন্ত সৌধ। স্বাধীনতার ৬০ বছর পরও কংগ্রেসকে খানা-খন্দ গর্ত খোঁড়ার জন্য লোক লাগাতে হচ্ছে বলে কটাক্ষও করেছিলেন প্রধানমন্ত্রী।
রাহুল মনরেগা প্রকল্প সম্পর্কে আগের মনোভাব থেকে ‘ইউটার্ন’ নেওয়ায় মোদিকে খোঁচা দিয়ে ট্যুইট করেন, প্রধানমন্ত্রী ইউপিএ জমানায় তৈরি মনরেগা প্রকল্পে অতিরিক্ত ৪০ হাজার কোটি টাকার বাজেটে সম্মতি দিয়েছেন। তাই মনরেগার উদ্দেশ্য উপলব্ধি করে তাকে শক্তিশালী করায় তাঁর প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
খবর
বিজ্ঞান
Advertisement