কলকাতা: অযোধ্যায় দ্রুত গতিতে চলছে রাম মন্দির নির্মাণের কাজ। জানুয়ারিতে রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন হবে বলেও ইতিমধ্যেই মন্তব্য করেছেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত। এরই মধ্যে চাকরির বিজ্ঞপ্তি জারি করল শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট।               

  


অর্চক বা পুরোহিত নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট (Sri Ram Janmabhoomi Teerth Kshetra Trust)। এরাই রাম মন্দির তৈরির দেখভাল করছে। নিজেদের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি দিয়েছে তারা। রাম মন্দিরের পূজা এবং বাকি পূজা বিধি তৈরির জন্য শ্রী রাম সেবা বিধি বিধান সমিতি গঠনের সিদ্ধান্ত নিয়েছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট                                   


পুরোহিত হওয়ার যোগ্যতা কী কী?
রাম মন্দিরের পুরোহিত হওয়ার জন্য বিশেষ কিছু যোগ্যতা প্রয়োজন বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।


আবেদনকারীর বয়স ২০-৩০ বছরের মধ্যে হতে হবে। অযোধ্যা এলাকায় বসবাসকারী হলে অগ্রাধিকার দেওয়া হয়।


রাম মন্দিরের পুরোহিত পদের জন্য আবেদন করতে গেলে রামানন্দী পরম্পরায় দীক্ষাপ্রাপ্ত হতে হবে। কমপক্ষে ছয় মাস গুরুকুল শিক্ষা ব্যবস্থায় অধ্যয়ন করে থাকতে হবে। রামানন্দী সম্প্রদায় অন্যতম বড় হিন্দু সম্প্রদায়। এই সম্প্রদায়ের অনুসারীরা ভগবান রামের পুজো করেন। এঁরা বৈষ্ণবমতে চলেন এবং গুরু রামানন্দের অনুসারী।


কীভাবে আবেদন করা যাবে এই পদে? 
যাঁরা রাম মন্দিরের পুরোহিত পদে আবেদন করতে চান, তাঁদের ই-মেলের মাধ্যমে  শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টে আবেদন করতে হবে। ওই আবেদনের শেষ তারিখ চলতি বছরের ৩১ অক্টোবর।


কীভাবে বাছাই:


বেছে নেওয়া আবেদনকারীদের একটি প্রবেশিকা পরীক্ষা দিতে হবে।


যাঁরা এই পরীক্ষায় পাশ করতে পারবেন তাঁদের ৬ মাসের দীর্ঘ একটি প্রশিক্ষণ হবে


যাঁরা সেই প্রশিক্ষণ সফলভাবে শেষ করবেন তাঁদের একটি শংসাপত্র দেবে ট্রাস্ট।


যাঁদের হাতে এই শংসাপত্র থাকবে তাঁরাই মূলস্তরের বাছাইপর্বে যোগ দিতে পারবেন। 


কত টাকা:
যাঁরা প্রবেশিকা পরীক্ষা দিয়ে প্রশিক্ষণ নেবেন, তাঁরা প্রতি মাসে ২০০০ টাকা বৃত্তি পাবেন।   


অযোধ্যা রাম মন্দিরের পৌরহিত্যের প্রশিক্ষণ পর্বে সবাইকে থাকার জায়গা এবং খাবার দেওয়া হবে।


আরও পড়ুন: বিশ্ব অর্থনীতিতে তৃতীয় স্থান, শীঘ্রই জাপানকে টপকে যাবে ভারত, কতদিন লাগবে জানেন ?