কলকাতা: ফের বিস্ফোরক পুরীর শঙ্করাচার্য (Shankaracharya) নিশ্চলানন্দ সরস্বতী। অন্যদিকে, অসম্পূর্ণ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা ঠিক নয় বলে মত প্রকাশ করলেন জ্যোর্তিপীঠের শঙ্করাচার্য। ২২ জানুয়ারি অযোধ্যায়, ভারতবর্ষের ৪ জন শঙ্করাচার্যের মধ্যে উপস্থিত থাকছেন না ৩ জনই।


সরব দুই শঙ্করাচার্য: ২২ শে জানুয়ারি রামমন্দিরের উদ্বোধনের ৭ দিন আগে, শঙ্করাচার্যদের অনুপস্থিতির খবরে নতুন করে তৈরি হয়েছে 'সঙ্কট'। ফের 'বিস্ফোরক' মন্তব্য করলেন পুরীর শঙ্করাচার্য। তবে শুধু পুরীর শঙ্করাচার্যই নন, উত্তরাখণ্ডের জ্যোতির্পীঠের শঙ্করাচার্যও সাফ জানিয়ে দিয়েছেন, রামমন্দিরের উদ্বোধনে তিনি থাকছেন না। তার কারণও ব্যাখ্যা করেছেন বিশদে।

জ্যোর্তিপীঠের শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী বলেন, “মূর্তিশিল্প অনুযায়ী, মন্দির হল দেবতার শরীর। মন্দিরের চূড়া হল দেবতার চোখ। কলস হল দেবতার মস্তক। এই পরিস্থিতিতে, দেবতার মস্তক ও চোখ ছাড়া মন্দিরের উদ্বোধন ঠিক নয়। এই কারণেই আমি সেখানে যেতে পারব না, কারণ আমি গেলে মানুষ প্রশ্ন করবেন আমার সামনে কীভাবে এই শাস্ত্রবিরোধী ঘটনা ঘটে গেল।’’ পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতীর কথায়, “আমাদের প্রিয় প্রধানমন্ত্রী মূর্তি স্পর্শ করে তার প্রতিষ্ঠা করবেন। গর্ভগৃহে যাবেন আর আমরা শঙ্করাচার্যরা বাইরে দাঁড়িয়ে হাততালি দেবেন, এটা কি শাস্ত্রীয় মর্যাদা? শঙ্করাচার্য পদের প্রতিষ্ঠা আছে, মর্যাদা আছে। এখানে অহংকারের বিষয় নেই।’’

গোটা দেশে চারজন শঙ্করাচার্য রয়েছেন। তাঁরা হলেন, পুরীর গোবর্ধন মঠের শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী, উত্তরাখণ্ডের যোশীমঠ বা জ্যোতির্পীঠ শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী, কর্ণাটকের শৃঙ্গেরী সারদা পীঠের শঙ্করাচার্য স্বামী শ্রী ভারতী তীর্থ এবং দ্বারকার সারদা পীঠের শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতী। হিন্দু ধর্মে এই শঙ্করাচার্যদের গুরুত্ব অপরিসীম। হিন্দু ধর্মগ্রন্থ ও শাস্ত্রের সংরক্ষণে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেদের জ্ঞান এবং তার ব্যখ্যায় শেষ কথা শঙ্করাচার্যরাই। এই প্রেক্ষাপটে রামমন্দিরের উদ্বোধনের দিন অযোধ্যায়, দুজন শঙ্করাচার্য না থাকার ঘোষণায়, রীতিমতো শোরগোল পড়ে গেছে দেশজুড়ে।

৪ জন শঙ্করাচার্যের মধ্যে রামমন্দিরের উদ্বোধনে যাচ্ছেন না বলে স্পষ্টই জানিয়ে দিয়েছেন, পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী,ও উত্তরাখণ্ডের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। কর্ণাটকের শঙ্করাচার্য স্বামী শ্রী ভারতী তীর্থ যাবেন কি না কিছু এখনও জানাননি।দ্বারকার সারদা পীঠের শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতী জানিয়েছেন, সেদিন প্রচণ্ড ভিড়ের কারণে তিনি যাচ্ছে না।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Birbhum News: সিউড়ি হাসপাতালে নার্সের উপর আচমকা চড়াও রোগীর আত্মীয়, গ্রেফতার এক