কিভ: প্রায় এক সপ্তাহ হতে চললেও এখনও উত্তপ্ত ইউক্রেন। যুদ্ধ বিধ্বস্ত দেশে ক্রমশই বাড়ছে সাধারণ মানুষের বিপদ। রাশিয়ার বিরুদ্ধে ঘনবসতিপূর্ণ এলাকায় হামলার অভিযোগ এনেছে ইউক্রেন। একাধিক এলাকায় ক্লাস্টার বোমা হামলার অভিযোগও উঠেছে। এবার সেই সুরই শোনা গেল আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) গলাতেও। 
হামলার জন্য রাশিয়াকে মূল্য চোকাতে হবে, হুঁশিয়ারি দিয়েছেন বাইডেন।


মঙ্গলবারই ইউক্রেনের (Ukraine) দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে (Kharkiv) পরপর হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী (russian army)। একের পর এক বোমার আঘাতে ধূলিসাৎ হয়ে গিয়েছে একাধিক বহুতল। গোটা ঘটনাটিতে আতঙ্কবাদী হামলার সঙ্গে তুলনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।


বুধবারও বারবার হামলা চলেছে খারকিভে। আলোচনা মাধ্য়মে সমস্যা সমাধানের পথ এখনও বেরোয়নি। তার মধ্যেই দিনরাত ইউক্রেনের শহরগুলিতে শোনা যাচ্ছে বিস্ফোরণের আওয়াজ।    
মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনেও আক্রমণ করেছেন বাইডেন। তিনি বলেন, ‘আমাদের ইতিহাসে এই শিক্ষা পেয়েছি, যখন একনায়করা তাদের আগ্রাসনের মূল্য দেয় না, তখন তারা আরও বিশৃঙ্খলা তৈরি করে। তারা আগ্রাসনের পথে এগিয়ে যেতে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বের কাছে মূল্য ও আক্রমণের শিকার হওয়ার ঝুঁকি বাড়ছে। এই কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার জন্য ন্যাটো তৈরি করা হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র সহ ৩০টি দেশ ন্যাটোর সদস্য। ন্যাটোর গুরুত্ব রয়েছে। মার্কিন কূটনীতিরও গুরুত্ব রয়েছে।’পুতিনকে আক্রমণ করে বাইডেন আরও বলেছেন, ‘পুতিন ভেবেছিলেন, তিনি সহজেই ইউক্রেন দখল করতে পারবেন এবং সারা বিশ্ব চুপ করে বসে থাকবে। কিন্তু তাঁকে তীব্র প্রতিরোধের মুখে পড়তে হয়েছে, যা তিনি ভাবতেই পারেননি। তাঁকে ইউক্রেনের মানুষের মুখোমুখি হতে হচ্ছে।’


আরও পড়ুন: ৩৩ হাজার ইহুদির রক্ত মিশে, রুশ ক্ষেপণাস্ত্রে ধূলিসাৎ নাৎসি গণহত্যার সৌধ, ‘ইতিহাসের পুনরাবৃত্তি’, বললেন জেলেনস্কি