এক্সপ্লোর
Advertisement
ইউটিউব থেকে সবচেয়ে বেশি আয় আমেরিকার ন’বছরের রায়ানের
সংবাদমাধ্যম সূত্রে খবর, ২১৭ কোটি ৫৩ লক্ষ ৮৯ হাজার টাকা আয় করেছে খুদে। ওই চ্যানেলে আনবক্সিং এবং খেলনা এবং ভিডিও গেমের রিভিউ জানায় রায়ান।
টেক্সাস: ইউটিউব থেকে সবচেয়ে বেশি আয় করল আমেরিকার ন’বছরের একটি শিশু। চলতি বছর ইউটিউবে সবথেকে বেশি আয় করেছে টেক্সাসের রায়ান কাজি। 'রায়ানস ওয়ার্ল্ড' নামে একটি ইউটিউব চ্য়নেল আছে তাঁর। সংবাদমাধ্যম সূত্রে খবর, ২১৭ কোটি ৫৩ লক্ষ ৮৯ হাজার টাকা আয় করেছে খুদে। ওই চ্যানেলে আনবক্সিং এবং খেলনা এবং ভিডিও গেমের রিভিউ জানায় রায়ান।
রিভিউ জানানোর পাশাপাশি, বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশন করে থাকে সে। সংশ্লিষ্ট ব্র্যান্ডের খেলনা এবং ভিডিও গেমের রিভিউ দিয়ে এই প্রমোশন করে রায়ান। শুধু ইউটিউবার হিসেবে নয়, ১ হাজার ৪৭৩ কোটি ৭২ লক্ষ ৮০ টাকা আয় করেছে সে। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ২২ বছর বয়সি ইউটিউবার জিমি ডোনাল্ডসন 'মি। ১৭৬ কোটি ৮২ লক্ষ ৯৩ হাজার ৬০০।
২০১৫ সালে এই ইউটিউব চ্যানেল চালু করে রায়ান। খুদে রায়ানের সঙ্গে এই কাজে সামিল হন তাঁর মা লোয়ান কাজি, বাবা শিওন কাজি এবং যমজ বোন ইম্মা ও ক্যাট। পেশায় শিক্ষিকা ছিলেন লোয়ান কাজি। শুধুমাত্র এই ইউটিউব চ্যানেলের জন্য তিনি চাকরি ছেড়ে দেন। হিউজ এগ সারপ্রাইজ টয়স চ্যালেঞ্জ নামে একটি ভিডিও ব্য়াপক জনপ্রিয়তা পায়। সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে রায়ান কাজির বেশ নাম আছে। রায়ানের এই জনপ্রিয়তার জন্য অনেক বহুজাতিক সংস্থা তার সঙ্গে কাজ করতে চেয়েছে। কিন্তু খুব তাড়াতাড়ি খেলনা সহ বিভিন্ন জিনিসের ব্র্যান্ড খুলতে চলেছে ওই পরিবার। সংবাদমাধ্যাম সূত্রে খবর, এর পাশাপাশি একটি টিভি চ্যানেলে সিরিজের কাজ করবে ছোট্ট রায়ান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement