কলকাতা: ওটিটি প্ল্যাটফর্মে ফিরছে সলমন খানের (Salman Khan)-এর 'বিগ বস'-এর নতুন সিজন। আগামীকাল থেকে জিও সিনেমায় দেখা যাবে 'বিগ বস'-এর নতুন সিজন। আজ এই গেম শো-এর অভিনব প্রচার সারলেন সলমন। ২০১০ সাল থেকে টেলিভিশনে ওই গেম-শো-এর একের পর এক সিজন সম্প্রচারিত হচ্ছে, দর্শকদের মধ্যে জনপ্রিয়তাও পেয়েছে এই সিজন। তবে সদ্য এই গেম-শোটি ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রচারিত হওয়া শুরু হয়েছে। এর প্রথম সিজনের সঞ্চালনা করেছিলেন কর্ণ জোহর (Karan Johar)। আর এই সিজনে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে সলমনকে।
এই শো-টি আগামীকাল থেকে রাত ৯টার সময় নিয়মিত প্রিমিয়ার হবে জিও সিনেমাতে । এরপরে যে কোনও সময়েই জিও সিনেমাতে দেখা যাবে সিজনগুলি। এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি সমস্ত প্রতিযোগীদের নাম। তবে ইতিমধ্যে কিছু কিছু প্রতিযোগীর ভিডিও সামনে এসেছে। তাঁদের মধ্যে রয়েছেন আলিয়া সিদ্দিকি (Aaliya Siddiqui), আকাঙ্ষা পুরী (Akanksha Puri), ফলক নাজ (Falaq Naazz), জিয়া শঙ্কর (Jiya Shankar), মণীষা রানি (Manisha Rani), পুনীত (Puneet) ও পলক পুরসয়ানি (Palak Purswani)।
এই শো-এর প্রোমোতে দেখা যাচ্ছে , বলা হচ্ছে যে এবার এতটাই লড়াই হবে যে দর্শকদের সাহায্য লাগবে। এই ট্যাগলাইন দেখে অনেকেই মনে করছেন, হয়তো এবার দর্শকরা আরও বেশি করে অংশগ্রহণ করতে পারবেন এই শো-তে। এই শো সম্পর্কে সলমন খান বলছেন, 'ভারত সবসময় চায় না থামার মতো এন্টারটেনমেন্ট। আর বিগবস ওটিটি সেটাই দেবে বলে আমার বিশ্বাস। এই সিজনটা অনেক বেশি খোলামেলা আর ফিল্টার ছাড়া হতে চলেছে ঠিক আমার মতোই। এই শো-টা আর আমি হলাম 'রাম মিলায়ে জোড়ি'। আমার মনে হয়, ইতিহাসে এর আগে এমন কোনও শো কখনও হয়নি। এবার দর্শক শুধু দেখবে বিনোদন আর বিনোদন। অধীর আগ্রহে বিগ বসের ঘরের যাবতীয় নাটক দেখার অপেক্ষায় রয়েছি আমি।'
আরও পড়ুন: Do You Know: 'ঘরে বসে আয়' করতে গিয়ে সর্বস্বান্ত ? সমাধানের পথ দেখাল কলকাতা পুলিশ
আরও পড়ুন: Make Your Life Better: প্রতিদিনের ইঁদুরদৌড়ে ক্লান্ত? জীবনযাপনে আনুন এই সহজ পরিবর্তন