Samsung Galaxy Z Series: ১১ অগাস্ট স্যামসাং লঞ্চ করতে চলেছে Galaxy Z Fold3 এবং Z Flip3 স্মার্টফোন দুটি
Samsung smartphone launch: স্যামসাংয়ের নতুন স্মার্টফোন লঞ্চের ইভেন্টটি ১১ অগাস্ট সকাল ১০ টা থেকে শুরু হবে এবং ইউটিউবে প্রচারিত হবে।
সোল: দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে তাদের নতুন স্মার্টফোন গ্যালাক্সি Z Fold3 এবং গ্যালাক্সি Z Flip3। জানা যাচ্ছে, অগাস্টে ১১ তারিখেই লঞ্চ হতে চলেছে স্যামসাংয়ের অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ স্মার্টফোন দুটি। শুধু তাই নয়, এমনও শোনা যাচ্ছে, নতুন এই স্মার্টফোনের সঙ্গে স্যামসাং তাদের স্মার্ট ওয়াচও রাখছে বলে।
সূত্রের খবর, স্যামসাংয়ের নতুন স্মার্টফোন লঞ্চের ইভেন্টটি ১১ অগাস্ট সকাল ১০ টা থেকে শুরু হবে এবং ইউটিউবে প্রচারিত হবে। উল্লেখযোগ্যভাবে, স্যামসাং এখনও জনসমক্ষে এই বিবরণীদের নিশ্চিত করেনি। সাম্প্রতিক একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড 3 স্মার্টফোনটিতে একটি আন্ডার ডিসপ্লে ক্যামেরার বিশেষ ফিচার রয়েছে। এবং ফোনটিতে এস-পেন স্টাইলাস সাপোর্টও করবে। এর পরবর্তী ক্ল্যামশেল ফোল্ডেবল গ্যালাক্সি জেড ফ্লিপ 3 এর বড় বাইরের ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এবং এর পরবর্তী ক্ল্যামশেল ফোল্ডেবল গ্যালাক্সি জেড ফ্লিপ 3 ফোনটিতে বড় ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও, গ্যালাক্সি জেড ফ্লিপ 3 ফোনটিতে ডুয়েল ক্যামেরা সিস্টেম থাকতে চলেছে। যার মধ্যে আমার ১২ মেগাপিক্সেল মেন স্ন্যাপার এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড স্ন্যাপারও থাকবে। এবং থাকছে ১০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও। যদিও ফোন দুটির দাম সম্পর্কে এখনও পর্যন্ত কোনও তথ্য পাওয়া যায়নি। তবে অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ স্যামসাংয়ের দুটি ফোনের দামই বেশ সস্তা হতে চলেছে বলে জানা যাচ্ছে। ফলে মানুষের সাধ্যের মধ্যেই থাকবে স্যামসাংয়ের এই নতুন ফোন।
এক ঝলকে দেখে নিন কী কী ফিচার রয়েছে স্যামসংয়ের Galaxy Z Fold3 ফোনটিতে-
১. ফোল্ডেবল।
২. ৭.৬ ইঞ্চি ডিসপ্লে।
৩. অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম।
৪. দুটি ১২ মেগাপিক্সেলের মেন ক্যামেরা।
৫. ১০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
৬. টাচ স্ক্রিন।
এক ঝলকে দেখে নিন কী কী ফিচার রয়েছে স্যামসাংয়ের Galaxy Z Flip3 ফোনটিতে-
১. ফোল্ডেবল।
২. ৬.৯০ ইঞ্চি ডিসপ্লে।
৩. টাচ স্ক্রিন।
৪. অ্যান্ড্রয়েড
৫. ১২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা।
৬. ফিঙ্গরপ্রিন্ট সেন্সর।