এক্সপ্লোর
১৫ বছর আগের বালিকা সারার ছবি ইন্টারনেটে ভাইরাল
ছবিটি সারা নিজে আপলোড করেননি, করেছেন এক নামী আলোকচিত্রী।

মুম্বই: সারা আলি খান এখন আর শুধু সেফ আলি খানের মেয়ে নন, বলিউডে নিজস্ব পরিচয় তৈরি করেছেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও সারা জনপ্রিয়, তাঁর নিত্যনতুন ছবি সেখানে প্রতিদিন ভেসে বেড়ায়। কিন্তু ১৫ বছর আগের তাঁর এক ছবি এবার ভাইরাল হয়ে গিয়েছে। ছবিটি সারা নিজে আপলোড করেননি, করেছেন এক নামী আলোকচিত্রী। ২০০৫-এর এই ছবির ছোট্ট মোটাসোটা মেয়েটিকে দেখে কে বলবে, ১৪-১৫ বছর বাদে তিনিই দেশের হার্টথ্রব হয়ে উঠবেন!
দিনকয়েক আগে সারার একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। শাস্ত্রীয় নৃত্য অভ্য়াস করছিলেন তিনি। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















