এক্সপ্লোর
Advertisement
রামমন্দিরে নিহতদের স্মৃতিতে অযোধ্যা, প্রয়াগরাজে তৈরি হোক কীর্তি স্তম্ভ, রাজ্য সরকারের মাধ্যমে কেন্দ্রকে প্রস্তাব পাঠাবে অখিল ভারতীয় আখাড়া পরিষদ
অযোধ্যায় রামমন্দির গড়ার লড়াই, সংগ্রাম কয়েক দশক ধরে চলেছে, তাতে বহু মানুষের প্রাণ গিয়েছে বলে জানিয়েছেন পরিষদের সাধারণ সম্পাদক স্বামী হরি গিরি।
নয়াদিল্লি: অযোধ্যা, প্রয়াগরাজে (সঙ্গমের কাছে) রামমন্দির আন্দোলনে নিহত বা জীবন বলিদান দেওয়া লোকজনের নাম লেখা কীর্তি স্তম্ভ (স্মারক স্তম্ভ) গড়তে হবে। এমনই দাবি তুললেন কয়েকশ সাধু, সন্তের সংগঠন অখিল ভারতীয় আখাড়া পরিষদ। দেশের ১৩টি শীর্ষ হিন্দু গোষ্ঠীর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী মঞ্চ এটি। সাধু, সন্তরা প্ল্যান করেছেন, পরিষদে এই দাবিতে প্রস্তাব পাশ করিয়ে উত্তরপ্রদেশ সরকারের মাধ্যমে কেন্দ্রের কাছে স্তম্ভ গড়ার আনুষ্ঠানিক দাবি জানানো হবে। অযোধ্যায় রামমন্দির গড়ার লড়াই, সংগ্রাম কয়েক দশক ধরে চলেছে, তাতে বহু মানুষের প্রাণ গিয়েছে বলে জানিয়েছেন পরিষদের সাধারণ সম্পাদক স্বামী হরি গিরি।
তিনি বলেন, প্রাক্তন বিশ্ব হিন্দু পরিষদ প্রধান অশোক সিংঘলের কথাই ধরুন। তিনি নিজের বাড়িটাই আন্দোলনের জন্য ছেড়ে দিয়েছিলেন বা কোঠারি ভাইদের (কলকাতার রাম কুমার ও শারদ কোঠারি) কথা, যাঁরা ১৯৯০ এর ২ নভেম্বর অযোধ্যায় পুলিশি গুলিচালনায় প্রাণ দেন। এবার ‘ভূমি পূজা’র পর যখন মন্দির নির্মাণ শুরু হতে চলেছে, আমরা অযোধ্যা বা প্রয়াগরাজে ওঁদের স্মরণে ‘কীর্তি স্তম্ভ’ গড়ে উঠুক, চাই।
গিরি বলেছেন, তিনি এই কীর্তি স্তম্ভের জন্য একটা প্রস্তাব তৈরি করেছেন, যার মধ্যে আছে সঙ্গমের কাছে অশোক সিঙ্ঘলের একটি মূর্তি বসানোর কথা, তার পাশে খোদাই করে লেখা থাকবে মন্দির আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা লোকজনের নাম। পরিষদ সদস্য়রা প্রস্তাবটি পাশ করিয়ে বাস্তবায়নের জন্য কেন্দ্রের কাছে পাঠানোর কথা ভাবছেন।
আন্দোলন চলাকালে নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্য়াহার চান সাধু-সন্তরা, একথাও জানান তিনি। বলেন, অযোধ্যায় রামমন্দিরের আন্দোলন শেষ হয়েছে, এবার সে ব্যাপারে রুজু হওয়া মামলাগুলিও তুলে নেওয়া উচিত। রাজ্য সরকারের কাছেও আনুষ্ঠানিক ভাবে ইতিমধ্যেই আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছি আমরা।
এরপর থেকে প্রতি বছর ৫ আগস্ট অর্থাত্ রামমন্দিরের ভূমি পূজার দিনটিকে দেওয়ালির মতো পালন করবেন বলেও জানান পরিষদ প্রধান মহন্ত নরেন্দ্র গিরি।
গত ৫ আগস্ট আনুষ্ঠানিক ভাবে অযোধ্যায় রামমন্দির নির্মাণের সূচনা করে এটি ‘ভারতীয় সংস্কৃতির আধুনিক ঐতিহ্যে’র সাক্ষ্য বহন করব বলে অভিমত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement