নয়া দিল্লি : ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট (Omicron Sub-Variant) BF.7 নিয়ে দ্রুত ছড়িয়ে পড়ছে আতঙ্ক। বুস্টার ডোজ নেওয়ার কথা বলা হচ্ছে। এই পরিস্থিতিতে তাদের তৈরি বুস্টার ডোজ  Covovax বাজারে নিয়ে আসার জন্য ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (DCGI) অনুমোদন চাইল সিরাম ইন্সিটিটিউট অফ ইন্ডিয়া। এই বুস্টার ডোজ ১৮ এবং তার বেশি বয়সীরা যারা কোভিশিল্ড বা কোভ্যাকসিন নিয়েছেন, তাঁদের জন্য আনা হচ্ছে বলে সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর।


খবর অনুযায়ী, গত ১৭ সেপ্টেম্বর Covovax বুস্টার ডোজ বাজারে নিয়ে আসার জন্য DCGI-এর কাছে আবেদনপত্র জমা দিয়েছেন SII-এর গভর্নমেন্ট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্সের অধিকর্তা প্রকাশ কুমার সিং। এদিকে আবেদন পাওয়ার পর বেশ কয়েকটি প্রশ্ন তুলেছে DCGI। যার উত্তরও ইতিমধ্যে দিয়ে রেখেছেন প্রকাশ কুমার সিং। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট যেভাবে চিন্তা বাড়াচ্ছে, সেই প্রসঙ্গও তুলে ধরা হয়েছে।


প্রসঙ্গত, এর আগে গত জুন মাসে সাত থেকে ১১ বছর বয়সীদের মধ্যে Covovax নিয়ন্ত্রতভাবে জরুরি অবস্থায় ব্যবহারের অনুমোদন দিয়েছিল DCGI। জরুরি অবস্থায় প্রাপ্ত বয়স্কদের মধ্যে এর ব্যবহারের জন্যও গত বছর ২৮ ডিসেম্বর এর অনুমোদন দিয়েছিল  DCGI। এমনকী কিছু কিছু ক্ষেত্রে ১২ থেকে ১৭ বছর বসয়ীদের মধ্যে ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছিল ৯ মার্চ।


এদিকে বৃহস্পতিবার প্রকাশিত হওয়া একটি সার্ভেতে দেখা গেছে, ভারতে প্রতি ১০ জনের মধ্যে ৬ জনের বেশি মানুষ কোভিড বুস্টার ডোজ নিতে অনীহা প্রকাশ করেছেন। এই দ্বিধার অন্যতম কারণ, অল্পবয়সিদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়েছে। 


যাঁদের নিয়ে সমীক্ষা চালানো হয়েছিল, তাঁদের মধ্যে ৫৩ শতাংশই বুস্টার শট নেননি। ৯ শতাংশ এখনও পর্যন্ত কোনও কোভিড ভ্যাকসিন নেননি। এমনকী নেওয়ার পরিকল্পনাও করেননি। প্রায় ২ শতাংশ এখনও সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি যে বুস্টার শট নেওয়া হবে কি না। LocalCircles সূত্রে খবর।


এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন, চিনে করোনা সংক্রমণের যে বাড়বাড়ন্ত এসেছে, তা ৯০ দিন ধরে চলবে। ১৫ জানুয়ারি পর্যন্ত চিনে করোনার প্রথম ঢেউ থাকবে। ২১ জানুয়ারি থেকে চিনে লুনার নিউইয়ারের সেলিব্রেশন শুরু হবে। এই সময় বহু মানুষ পরিবারের সঙ্গে বাইরে বের হন। মনে করা হচ্ছে, সেই সময় সংক্রমণের আরও একটি ঢেউ আসবে।


আরও পড়ুন ; 'ভারতে প্রতি ১০ জনের মধ্যে ৬ জনেরই বুস্টার ডোজে অনীহা' ! সামনে এল কারণ