এক্সপ্লোর
Shah Vs Owaisi: চিঠি দিয়ে বলুন, হায়দরাবাদ থেকে রোহিঙ্গা, বাংলাদেশিদের তাড়াব, কড়া শাহ, ওরা আছে শুধু ওনার ছেলেমানুষি কল্পনায়, শুধু ভোটের জন্য, পাল্টা ওয়েইসি
শাহ রবিবার হায়দরাবাদে রোহিঙ্গা, বাংলাদশি ইস্যুতে তীব্র আক্রমণ করেন আসাদুদ্দিন ওয়েইসিকেও। পাল্টা দিয়েছেন এআইএমআইএম নেতাও।
![Shah Vs Owaisi: চিঠি দিয়ে বলুন, হায়দরাবাদ থেকে রোহিঙ্গা, বাংলাদেশিদের তাড়াব, কড়া শাহ, ওরা আছে শুধু ওনার ছেলেমানুষি কল্পনায়, শুধু ভোটের জন্য, পাল্টা ওয়েইসি Shah Challenges Owaisi To Write Letter For Removal Of Rohingyas Shah Vs Owaisi: চিঠি দিয়ে বলুন, হায়দরাবাদ থেকে রোহিঙ্গা, বাংলাদেশিদের তাড়াব, কড়া শাহ, ওরা আছে শুধু ওনার ছেলেমানুষি কল্পনায়, শুধু ভোটের জন্য, পাল্টা ওয়েইসি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/11/29230904/amit-shah.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
হায়দরাবাদ: কেন্দ্রের তিন কৃষিবিলের বিরুদ্ধে আন্দোলনে নামা কৃষকদের বিক্ষোভ দেখাতে রাজধানীর বুরারি ময়দানে বসার আবেদন জানিয়ে তারা সেখানে সরে গেলেই সরকার তাদের সঙ্গে আলোচনায় বসতে তৈরি বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও তাঁর প্রস্তাবে সাড়া দিতে নারাজ কৃষক সংগঠনগুলি।
শাহ রবিবার হায়দরাবাদে রোহিঙ্গা, বাংলাদশি ইস্যুতে তীব্র আক্রমণ করেন আসাদুদ্দিন ওয়েইসিকেও। হায়দারাবাদে বেআইনি ভাবে বসবাস করছে পাকিস্তানি, বাংলাদেশি, রোহিঙ্গারা-এহেন অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রের এনডিএ সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে ওয়েইসির মন্তব্য নিয়ে সরব হন শাহ। ওয়েইসি বলেছিলেন, এখানে যদি বেআইনিভাবে রোহিঙ্গারা বসবাসই করে, তবে স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেন? পাল্টা শাহ বলেন, অবৈধ বসবাসকারীদের সরিয়ে দিতে হবে এবং সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক, ওয়েইসি এটা লিখিত ভাবে জানিয়ে দিন।
শাহ বলেন, আমি ব্যবস্থা নিলে সংসদে হাঙ্গামা করে ওরা (ওয়েইসি ও অন্যরা)। আপনারা এটা দেখেননি? উনি লিখিত ভাবে আমায় বলুন, রোহিঙ্গা, বাংলাদেশিদের বিতাড়ন করতে হবে। তারপর আমি পদক্ষেপ করব। তখন আর নির্বাচনী ভাষণের মধ্যে সীমাবদ্ধ থাকবে না ব্য়াপারটা। সংসদে এ নিয়ে আলোচনার সময় কারা ওদের পক্ষে থাকে, দেশবাসী সেটা জানে।
পাল্টা শাহকে আক্রমণ করে ওয়েইসি বলেন, সম্ভবত ইতিহাসে প্রথম মন্ত্রী উনিই যাঁর নিজের কাজ করতে গেলে এমপির চিঠি লাগে! তিনি আরও বলেন, ওনার নিজের দলই হায়দরাবাদে বেআইনি অনুপ্রবেশকারী থাকার কাল্পনিক কাহিনি তৈরি করেছে আর এখন উনি ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমার সম্মতি চাইছেন! অসমে ‘৪ লাখ উইপোকার’ মতো ওদের অস্তিত্ব আছে শুধু শাহের ছেলেমানুষি কল্পনাতেই আর শুধুমাত্র ভোটের জন্যই।
প্রসঙ্গত, ১ ডিসেম্বর গ্রেটার হায়দরাবাদে মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। তার প্রচারে হায়দরাবাদে বেআইনি অনুপ্রবেশকারীদের বসবাসের অভিযোগ ঘিরে তীব্র বাদানুবাদে জড়িয়েছে বিজেপি, এআইএমআইএম।
He's the first Minister in history who needs an MP's letter to do his job. His own party created these imaginary illegal intruders in Hyd & now he wants my approval to go after them?Like "400k termites" in Assam they exist only in Shah's childish imagination & only for elections https://t.co/mwmCYOkV70
— Asaduddin Owaisi (@asadowaisi) November 29, 2020
![Shah Vs Owaisi: চিঠি দিয়ে বলুন, হায়দরাবাদ থেকে রোহিঙ্গা, বাংলাদেশিদের তাড়াব, কড়া শাহ, ওরা আছে শুধু ওনার ছেলেমানুষি কল্পনায়, শুধু ভোটের জন্য, পাল্টা ওয়েইসি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/11/29230904/owaisi-300x225.jpg)
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)