হাফ মুন বে (ক্যালিফোর্নিয়া): এক বন্দুকবাজের হানায় (gunman attack) হালেই রক্তাক্ত হয়েছে আমেরিকা (US Shooting)। সেই ঘটনার রেশ কাটিয়ে উঠতে না উঠতেই ফের হামলা। এবার উত্তর ক্যালিফোর্নিয়ার (northern california city) হাফ মুন বে শহরের (half moon bay) দুটি আলাদা জায়গায় বন্দুকবাজের হামলায় প্রাণ হারালেন সাত জন। তবে অভিযুক্তকে অবশেষে গ্রেফতার করতে পেরেছে পুলিশ।
কী ঘটেছিল?
সান ফ্রান্সিসকোর ৩০ মাইল দক্ষিণে হাফ মুন বে শহর। প্রশাসনের তরফে জানানো হয়, সোমবার হঠাতই হাফ মুন বে শহরের এক জায়গা থেকে চার জনের মৃত্যু ও এক জনের জখম হওয়ার খবর আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের তরফে উদ্যোগ নেওয়া হতেই শহরের আর এক প্রান্ত থেকে দ্বিতীয় রক্তপাতের খবর। দ্বিতীয় ঘটনায় তিন জনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানান শেরিফ ক্রিস্টিনা কর্পাস। এর মধ্য়ে একটি ঘটনাস্থল মাশরুম ফার্ম। বন্দুকবাজ সন্দেহে যাঁকে গ্রেফতার করা হয়েছে, সেই ধৃতের ভিডিও-ও দেখায় মার্কিন সংবাদমাধ্যম। দাবি, তাঁর গাড়ি থেকে একটি বন্দুকের খোঁজও পাওয়া যায়। বন্দুকধারী পুলিশের দল তাঁকে মাটিতে ফেলে তল্লাশি চালান। সন্দেহভাজন বন্দুকবাজের গ্রেফতারির খবর দেখে সটান পুলিশের কাছে পৌঁছে যান মাশরুম ফার্মের কাজে জড়িত এক মহিলা। তাঁর দাবি, এমনিতেই এলাকায় বন্যার জেরে তাঁর শ্রমিকরা চাপে রয়েছেন। তার উপর এই হামলা নতুন করে চিন্তা বাড়াবে তাঁদের। দিনদুয়েক আগেই লস অ্য়াঞ্জেলিস কাউন্টির মন্টেরে পার্কে এক বৃদ্ধের আক্রমণে ১১ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার তদন্ত চলছে। ধীরে ধীরে নতুন নতুন তথ্য উঠে আসছে। এর মধ্যে আবার নতুন হামলা।
মন্টেরে পার্ক হামলা...
মন্টেরি পার্ক লস অ্যাঞ্জেলিস কাউন্টির একটি শহর। ডাউনটাউন লস অ্যাঞ্জেলিস থেকে অন্তত ৭ কিলোমিটার দূরে এই শহরে চিনা নতুন বছর উদযাপনে উপলক্ষ্যে দুদিন ধরে কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছিলেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, অভিযুক্ত বন্দুকবাজ ৭২ বছরের এক বৃদ্ধ। নাম হু ক্যান ট্র্যান। আদতে ভিয়েতনামের বাসিন্দা ট্র্যান নাচের প্রশিক্ষণ দিতেন। ঘটনার দিন ৪২ রাউন্ড গুলি চালান তিনি। সোমবার পর্যন্ত ওই ঘটনায় হতের সংখ্যা ১১। পরে নিজেরই গুলিতে মৃত্যু হয় তাঁর। লস অ্যাঞ্জেলিস কাউন্টি শেরিফের ডিপার্টমেন্টের দাবি, মন্টেরি পার্কের কাছে চিনা নববর্ষ উপলক্ষ্যে জড়ো হয়েছিলেন বহু মানুষ। সেখানেই আচমকা এলোপাথাড়ি গুলি চালায় বন্দুকবাজেরা। পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ হয়েছেন ১৬ জন। পরিস্থিতি মোকাবিলায় এলাকায় চলছে তল্লাশি। সোশ্যাল মিডিয়া ফুটেজে দেখা যাচ্ছে, যন্ত্রণায় কাতরাতে থাকা জখমদের অ্যাম্বুল্যান্সের স্ট্রেচারে তোলা হচ্ছে। চার দিকে হইচই, শোরগোল। দিশাহারা মানুষজন। যে যে দিকে পারছেন, পালাচ্ছেন। তবে ভিডিওগুলির সত্যতা আলাদা করে যাচাই করেনি এবিপি আনন্দ। প্রসঙ্গত, মার্কিন মুলুকে বন্দুকবাজের হানা একেবারে নতুন নয়। বরং মার্কিন প্রশাসনের এক বড় অংশের কাছে মাথাব্যথার বিষয় লাগামহীন এই ঘটনা।
আরও পড়ুন:কলকাতায় 'অদৃশ্য' সব বাড়ি! ঘন কুয়াশার চাদরে ঢাকল তিলোত্তমা