নয়াদিল্লি: এনুমারেশন ফর্ম দিতে গিয়ে হাতে কোদাল তুলে নিলেন BLO ! সোশাল মিডিয়ায় ভাইরাল রাজস্থানের টঙ্কের ছবি। এনুমারেশন ফর্ম নিয়ে কর্মরত এক কৃষকের কাছে যান BLO। কাজের ব্য়স্ততা থাকায় এনুমারেশন ফর্ম পূরণ করতে পারছিলেন না ওই কৃষক। এরপর কৃষক যাতে এনুমারেশন ফর্ম পূরণ করতে পারেন, তার সুবিধা করে দিতে নিজেই জমি খোঁড়াখুঁড়ি করেন BLO। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ছবি।
আরও পড়ুন, 'অবৈধভাবে এসেছিলাম, সরকার যদি অ্যাকশন নেয়, অন্যায় নয়', SIR আবহে বললেন দৃষ্টিহীন গায়ক মেহেদি হাসান
বিজেপি-শাসিত রাজস্থানে BLO-র মৃত্য়ুর অভিযোগ
অপরদিকে পৃথক ছবি গোলাপি শহরে। SIR-এর কাজের চাপে এবার বিজেপি-শাসিত রাজস্থানে BLO-র মৃত্য়ুর অভিযোগ। রাজস্থানের সোয়াই মাধোপুরের ঘটনা। মৃতের নাম হরিরাম ওরফে হরিওম বৈরওয়া। বুধবার সকালে SIR-এর কাজ করার সময় হৃদরোগে আক্রান্ত হন ওই ব্য়ক্তি। পরিবারের দাবি, SIR প্রক্রিয়ার শুরু থেকেই তাঁর উপর প্রশাসনিক চাপ দেওয়া হয়। SIR নিয়ে চাপের জেরেই ওই BLO-র মৃত্য়ু, দাবি পরিবারের। যদিও চাপ দেওয়ার কথা অস্বীকার করেছে জেলা প্রশাসন।
SIR-এর কাজের চাপে BLO-র মৃত্য়ুর অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গেও
SIR-এর কাজের চাপে BLO-র মৃত্য়ুর অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গেও। মৃতার নাম শান্তিমুনি উরাও (৪৮) পেশায় ICDS কর্মী শান্তিমুনি, মালবাজারের রাঙামাটি পঞ্চায়েতের BLO ছিলেন। সকালে বাড়ির সামনে থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ।পরিবারের দাবি, SIR সংক্রান্ত কাজ নিয়ে মানসিক চাপের মধ্যে ছিলেন তিনি। মৃত BLO-র স্বামী দেবল এক্কা বলেছিলেন, BLO-র কাজ করছিল। ফর্ম পূরণ করতে গিয়েছিল। সকাল ১১টায় বেরিয়েছিল। সন্ধে সাড়ে ৭টায় এসেছিল। হাত-পা ধোয়নি। মনে মনে চিন্তা হচ্ছিল। বলছিল BLO-র কাজ মাথা ব্য়াথার কারণ হয়ে গিয়েছিল। বলছিল পদত্য়াগ করে দেব। জয়েন্ট BDO-র কাছে পদত্য়াগও দিতে গিয়েছিল। আজ যখন ঘুম থেকে উঠি, দেখতে পায়নি। দরজা খুলতে দেখি আত্মঘাতী হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়।
সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী
মেমারির পর মালবাজারের ঘটনায় সরব হয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এক্স পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছিলেন,এই ঘটনায় আমি মর্মাহত। আজ জলপাইগুড়ির মালবাজারে ফের একজন বুথ লেভেল অফিসারকে হারালাম। একজন অঙ্গনওয়াড়ি কর্মী SIR-এর কাজের অসহ্য চাপে নিজের জীবন শেষ করে দিয়েছেন। তথাকথিত নির্বাচন কমিশনের অপরিকল্পিতভাবে অতিরিক্ত কাজ চাপিয়ে দেওয়ায় মৃত্যু।নির্বাচন কমিশনের কাছে আবেদন আরও প্রাণহানির আগে এই অপরিকল্পিত অভিযান বন্ধ করুন।