Marathon Rally in UP: বরেলিতে কংগ্রেসের লেড়কী হুঁ, লড় শকতি হুঁ, ম্যারাথনে পদপিষ্ট হওয়ার ঘটনা
BJP-Congress ঘটনা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ঘটনা নিয়ে কংগ্রেসকে খোঁচা দিয়েছে বিজেপি। পাল্টা বিজেপিকে দোষারোপ করেছে হাত শিবির।
বরেলি (উত্তরপ্রদেশ) : উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বরেলিতে (Bairely) কংগ্রেসের (Congress) লেড়কী হুঁ, লড় শকতি হুঁ, ম্যারাথনে (Marathon) পদপিষ্ট (Stampede) হওয়ার ঘটনা ঘটল। হুড়োহুড়িতে ম্যারাথনে অংশ নেওয়া মেয়েদের অনেকেই পড়ে যান। অনেকে আতঙ্কে চিত্কার করতে থাকেন। বেশ কয়েকজন মেয়ে যে ঘটনায় আহতও হয়েছেন। এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ঘটনা নিয়ে কংগ্রেসকে খোঁচা দিয়েছে বিজেপি। পাল্টা বিজেপিকে দোষারোপ করেছে হাত শিবির।
প্রসঙ্গত, লেড়কী হুঁ, লড় শকতি হুঁ, এই স্লোগান নিয়েই উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছে কংগ্রেস। প্রিয়ঙ্কা গাঁধী উত্তরপ্রদেশে মহিলাদের গুরুত্ব বাড়ানোর প্রসঙ্গ সামনে এনে যে স্লোগান সামনে আনেন। সামনেই দেশের বৃহত্তম রাজ্য উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন ( (UP Election 2022)। সেই রাজ্যের নির্বাচন ঘিরে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে। সারা দেশ তাকিয়ে দেশের সবথেকে বড় রাজ্য কী সিদ্ধান্ত নেয়।
#WATCH | Stampede occurred during Congress' 'Ladki hoon, Lad Sakti hoon' marathon in Bareilly, Uttar Pradesh today pic.twitter.com/nDtKd1lxf1
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) January 4, 2022
এর মাঝেই মঙ্গলবারের ঘটনা ঘিরে চলছে রাজনৈতিক চাপানউতোর। লখনউয়ের কংগ্রেস নেতারা পদপিষ্ট হওয়ার মতো ঘটনাটিকে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সরকারের ষড়যন্ত্র আখ্যা দিয়েছেন। সংবাদ সংস্থা পিটিআইকে উত্তরপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র অশোক সিংহ বলেছেন, 'ঘটনার জেরে বেশ কিছু মেয়ে আহত হয়েছে। জেলা প্রশাসনের কাছে ম্যরাথান সংক্রান্ত সব তথ্য আগেভাগে জানানো হয়েছিল, কিন্তু তাদের তরফে কোনও রকম সাহায্য করা হয়নি।স্থানীয় প্রশাসনের ব্যর্থতাতেই এমন ঘটনা ঘটেছে। '
এদিকে, মুখ্যমন্ত্রী পদে কাকে চাইছে উত্তরপ্রদেশের আমআদমি? কে তাঁদের প্রথম পছন্দ? সেই সম্পর্কে তাঁদের জিজ্ঞাসা করা হয়েছিল। এই সমীক্ষায় যে ফল সামনে এসেছে, তা নিঃসন্দেহে চমকপ্রদ। সমীক্ষায় সামনে এসেছে, মুখ্যমন্ত্রী পদে পছন্দের নিরিখে অখিলেশ যাদব এবং যোগী আদিত্যনাথকে পছন্দ করা জনতার মধ্যে ব্যবধান বেড়েছে। অখিলেশ যাদবের জন্য কি একটি ধাক্কা অপেক্ষা করছে ? কী বলছে সি ভোটারের সমীক্ষা ? যতদিন এগচ্ছে, বারবার পরিবর্তন হচ্ছে যোগী ও অখিলেশকে পছন্দ করা জনতার পরিসংখ্যান।
আরও পড়ুন- উত্তরপ্রদেশ নির্বাচনে কে এগিয়ে? মুখ্যমন্ত্রী পদে কে পয়লা পছন্দ? কী বলল C-Voter এর সমীক্ষা