Weather Updates: বজ্রপাতে মৃত্যু বেড়ে ২৭, আর্থিক সাহায্য ঘোষণা পিএমও-র
দেখে নিন মৃতদের পূর্ণ তালিকা
![Weather Updates: বজ্রপাতে মৃত্যু বেড়ে ২৭, আর্থিক সাহায্য ঘোষণা পিএমও-র 26 die of thunder lightning strikes in Bengal PM Modi Amit Shah express condolences PMO announces ex-gratia Abhishek Banerjee to visit kin of deceased persons Weather Updates: বজ্রপাতে মৃত্যু বেড়ে ২৭, আর্থিক সাহায্য ঘোষণা পিএমও-র](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/08/e34398c9c2cd5a80cb2f5f8922fa6922_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ৬ জেলায় ঘটল প্রাণহানি। বজ্রাঘাতে একদিনে রাজ্যে মৃত্যু হল ২৭ জনের।
এর মধ্যে হুগলিতে ১১ জনের মৃত্যু হয়েছে। মুর্শিদাবাদে মৃত্যু হয়েছে ৯ জনের। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মারা গেছেন ৪ জন। বাঁকুড়ায় বজ্রাঘাতে মৃত ২।
হুগলিতে মারা গিয়েছেন-- হেমন্ত গুছাইত (৪৩), মালবিকা গুছাইত (২৮), শিশির অধিকারী (৬৭), কানাই লহোরি (৭৮), কিরণ রায় (২৭), হারুন রশিদ (৩৯), দিলীপ ঘোষ (৫০), সুস্মিতা কোলে (৩৮), সঞ্জীব সামন্ত, সৈল মালিক, আনন্দ রায় (৩৫)।
মুর্শিদাবাদে মারা গিয়েছেন-- এনামুল শেখ (৪৬), সইনুল ইসলাম (২৫), সুনীল দাস (৩৫), দূর্যোধন দাস (৩৫), সূর্য কর্মকার (২৩), জালালউদ্দিন শেখ (২৮), অভিজিৎ বিশ্বাস (৪৫), প্রহ্লাদ মুরারী (৩২), মারাজুল শেখ (১৭)।
পূর্ব মেদিনীপুরে মারা গিয়েছেন-- শম্পা মণ্ডল (২৫), গৌরাঙ্গ মাঝি (২৪)।
পশ্চিম মেদিনীপুরে মারা গিয়েছেন-- অরুণ মণ্ডল (৪৪), অর্চনা রায় (৪১)।
বাঁকুড়ায় মারা গিয়েছেন -- বাসুদেব মাহাত (৪০), কৃষ্ণপদ হাঁসদা (৬৩)।
রাজ্যে বজ্রপাতে একদিনে এতজনের মৃত্যুর ঘটনায় ট্যুইটে শোকপ্রকাশ করেছেন নরেন্দ্র মোদি। শোকপ্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
প্রধানমন্ত্রীর দফতর থেকে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে, আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।
সমবেদনা জানাতে মৃতদের পরিবারের সঙ্গে আগামী বুধ ও বৃহস্পতিবার দেখা করবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টির মধ্যে এই দুর্বিপাক। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। তার হাত ধরেই দক্ষিণবঙ্গে পা রাখবে বর্ষা। শনি ও রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে, তার আগে, হাঁসফাঁস করা গরম একইরকম থাকবে।
আবহাওয়া দফতরের বক্তব্য, আপাতত আগামী দু’দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা ও আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। মাঝে মধ্যে প্রাক বর্ষার বজ্র বিদ্যুত্সহ বৃষ্টি হলেও গরম কমবে না।
সোমবারই অবশ্য দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় প্রাক বর্ষার বৃষ্টি হয়েছে। এদিন বিকেলে কলকাতার আকাশ ঢেকে যায় ঘন কালো মেঘে। সেইসঙ্গে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি। হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর ও নদিয়াতেও ভালই বৃষ্টি হয়েছে।
রবিবারই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর হাত ধরে উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গেছে। আগামী ৫ দিন উত্তরবঙ্গে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
এদিন হাওড়াতেও ঝড় বৃষ্টির সময় দুর্ঘটনা ঘটেছে। হাওড়ার শিবপুরের রামকৃষ্ণপুর ঘাটে এদিন বিকেলে ঝড় বৃষ্টির সময় গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যায় ২ কিশোর।
সেইসময় গঙ্গায় ভাটার টানও ছিল। পরে দুজনকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)