এক্সপ্লোর
আজকের রাশিফল

মেষ
অতিরিক্ত বিলাসিতা বা খাদ্য রসদের জন্য অর্থ খরচ । কোনও সিদ্ধান্ত নিতে গিয়ে গুরুজনদের সঙ্গে মতবিরোধ । ব্যবসার দিক মোটামুটি চলবে । সন্তানদের দিকে নজর দেওয়া প্রয়োজন।
বৃষ
অক্লান্ত পরিশ্রমের পর ব্যবসায় উন্নতির যোগ । সম্ভ্রান্ত কোনও লোকের সঙ্গে দেখা হওয়ায় বিশেষ লাভ । নিজের পাওনা আদায় হতে পারে । অপ্রিয় সত্যি না বলাই শ্রেয়।
মিথুন
ব্যবসায় বেশি ঝুঁকি নেওয়ার আগে খুব সতর্ক হন । ঘরে বাইরে প্রতিকূল অবস্থা কেটে যেতে পারে । সন্তানের ব্যাপারে ভাবনা চিন্তায় একটু জোর দিন । তেজি মনোভাব ঝেড়ে ফেলুন।
কর্কট
মনে কোনও রূপ সংশয় থাকলে ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবেলা করুন । কারও উপকার করতে গিয়ে ব্যবসায় ক্ষতি । দাম্পত্য জীবনে ছোটখাটো সমস্যা থাকবে । বড়দের সঙ্গে আলোচনায় লাভবান।
সিংহ
কর্মস্থানে এমন কিছু কাজ করবেন যার জন্য গৌরব বৃদ্ধি হতে পারে । আজ মিত্ররা গুপ্তভাবে শত্রুর কাজ করতে পারে । গরীবদের কিছু উপকার করুন । রোগ ব্যাধিতে ভোগান্তি হতে পারে।
কন্যা
অতিরিক্ত রোগের জ্বালায় মানসিক ক্লেশ বাড়তে পারে । কর্মস্থানে আন্তরিকতার জন্য বাহবা পেতে পারেন । আজ কোনও কারসাজির শিকার হতে পারেন । দম্ভের জন্য ক্ষতি হতে পারে।
তুলা
ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করতে হতে পারে । আজ আপনার অজান্তেই আপনি কাউকে অসন্মান করে ফেলতে পারেন । দূর ভ্রমণের পরিকল্পনা বাতিল হতে পারে।
বৃশ্চিক
রাস্তায় চলার সময় খুব সতর্ক থাকতে হবে, দুর্ঘটনার আশঙ্কা আছে । কলেজের ছাত্রছাত্রীদের জন্য শুভ সময় । মেয়েদের গোপন রোগে ভোগান্তি । হারিয়ে যাওয়া কোনও কিছু পেয়ে যেতে পারেন।
ধনু
বেশি জনসমক্ষে আজ না থাকাই ভাল, বিপদ হতে পারে । বন্ধুর জন্য উপকার বা অপকার যে কোনও একটা হতে পারে । সঙ্গীত চর্চায় অগ্রগতি । সন্তানদের নিয়ে দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে।
মকর
আজ ব্যবসায় ভাল করে নজর না দিলে ব্যয় বেশি হতে পারে । খুব নিজের কোনও আত্মীয় আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে । স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে।
কুম্ভ
আজ সকল কাজে আপনি স্ত্রীকে সঙ্গে পাবেন । পাওনা আদায় করতে কারও সঙ্গে অশান্তি হতে পারে । উচ্চশিক্ষিতদের জন্য খুব ভাল দিন । গুরুজনদের শরীর নিয়ে ব্যস্ত হতে হবে।
মীন
পুরনো কোনও ক্ষতের পুনরাবৃত্তি হতে পারে । আজ আপনি পরিবারে প্রচুর সম্মান পাবেন । আপনার যুক্তিপূর্ণ তর্কে শত্রু হার মানবে । বন্ধুকে বেশি বিশ্বাস করবেন না। জ্যোতিষ শ্রী জয়দেব
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















