এক্সপ্লোর
Advertisement
আজকের রাশিফল
মেষ
বন্ধুর ব্যাপারে একটু সাবধান থাকুন, বিবাদ বাধতে পারে । আজ কর্মের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনে কষ্ট হতে পারে । মাতৃস্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে । সঙ্গীত চর্চার দিকে নতুন রাস্তা খুলতে পারে । পরিশ্রমের ফল ভাল । প্রতিবেশীর দ্বারা ব্যবসায় কোনও প্রকার উপকার পেতে পারেন । কারও প্ররোচনায় হঠাৎ পা দেবেন না । পরিবারের অশান্তি মিটে যাওয়ার সংকেত । অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে ।বৃষ
রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের সম্ভাবনা আছে । আজ ব্যবসায় লাভ থাকলেও টাকা পয়সা অপচয় হওয়ার সম্ভাবনা আছে । ছাত্র ছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন । নিঃসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেড়াবে । শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আজ । আজ ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরের পরিবেশ খুব একটা অনুকূল হবে না । গুরুজনদের নিয়ে ভ্রমণে যেতে পারেন আজ। উচ্চশিক্ষায় বাধা আসতে পারে । প্রেমের ক্ষেত্র শুভপ্রদ । মিথুন ব্যবসার ক্ষেত্রে সকালের দিকে কোনও চিন্তা বাড়তে পারে । চাকরির ক্ষেত্রে দিনটি খুব ভাল । সন্তানদের কোনও কিছু নিয়ে মনে উদ্বেগ থাকবে । প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি নিয়ে চলতে হবে । আপনার ঋণের পরিমাণ বাড়তে পারে । মুখ মিষ্টতা আজ আপনাকে সকলের কাছে খুব জনপ্রিয় করে তুলবে । কোনও সম্পত্তির রক্ষণাবেক্ষণের দায়িত্ব আসতে পারে । সমুদ্র সৈকতে ভ্রমণ যোগ । স্ত্রীর সঙ্গে ঝামেলা । পেটের কোনও সমস্যা বাড়তে পারে ।কর্কট
ভাই ভাইয়ে বিবাদ বাড়তে পারে । আজ আধ্যাত্মিক কোনও কিছু প্রচার করতে হতে পারে । কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে । সাংসারিক সমস্যার সমাধান । অতিরিক্ত বন্ধুপ্রীতি আজ আপনাকে ক্লেশের কারণ হতে পারে । প্রতিবেশীর চাপে আজ ব্যবসায় ক্ষতি হতে পারে । স্থির মস্তিস্কে শত্রুর মোকাবিলা করুন । গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে । সন্তানদের জন্য কোনও কারণে মুখ উজ্জ্বল । মায়ের শরীর নিয়ে সমস্যা বাড়তে পারে ।সিংহ
কাজের দিকে কোনও বিবাদ আসতে পারে । অতিরিক্ত ক্রোধের জন্য আজ হাতে আসা কাজ সফল হবে না। উচ্চ শিক্ষার পরিকল্পনায় সক্ষম হবেন । প্রশাসনিক দায়িত্ব থেকে আজ দূরে থাকাই ভাল হবে । চক্ষু পীড়া । ভাল কোনও চিন্তা আপনাকে সারা দিন তাড়িয়ে নিয়ে বেড়াবে । ভাই ভাইয়ে অশান্তির যোগ দেখা যাচ্ছে । মামলা মোকদ্দমা থেকে দূরে থাকাই ভাল । বাড়িতে আত্মীয়ের সমাবেশ । বাড়তি কোনও খরচ হতে পারে ।কন্যা
সম্মান নিয়ে টানাটানি হতে পারে ।আজ প্রেমের বিষয়ে খুব ভেবেচিন্তে পা বাড়াবেন। শেয়ার সংক্রান্ত ব্যবসায় লাভ দেখা যাচ্ছে । কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারবেন । বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি । আজ যে কোনও কাজের চেষ্টা করতে পারেন, ফল শুভ হবে । বাড়িতে কারও বিয়ে নিয়ে আলোচনা হতে পারে । সন্তানদের সঙ্গে ধৈর্য বজায় রেখে চলুন । রাস্তায় ছোটখাটো দুর্ঘটনার যোগ । সন্তানকে নিয়ে চিন্তা বাড়তে পারে ।তুলা
দূরের কোনও বন্ধুর সঙ্গে বিবাদ বাধতে পারে । আজ সারা দিন কোনও ভয় আপনাকে তাড়িয়ে বেড়াবে । স্ত্রীর জন্য বিশেষ কোনও কাজের সুযোগ পাবেন। অসহায় কারও পাশে দাঁড়াতে হতে পারে । নানা ধরনের শারীরিক অসুস্থতা । অনেকদিনের ভোগ করা কোনও অসুস্থতার হাত থেকে রেহাই পেতে পারেন । গুণী ব্যক্তির সঙ্গে ধর্ম সম্পর্কে আলোচনা । নতুন গৃহ নির্মাণে বাধা আসতে পারে । সপরিবারে ভ্রমণ যোগ ।বৃশ্চিক
যে কোনও কাজের জন্য মন সারাদিন চঞ্চল থাকতে পারে । আজ কর্মের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনে কষ্ট। মাতৃস্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে । সঙ্গীত চর্চার দিকে নতুন রাস্তা খুলতে পারে । পরিশ্রমের ফল ভাল । প্রতিবেশীর সাহায্যে ব্যবসায় কোনও প্রকার উপকার পেতে পারেন । কারও প্ররোচনায় হঠাৎ পা দেবেন না, বিপদ হতে পারে । পরিবারের অশান্তি মিটে যাওয়ার সংকেত । অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে ।ধনু
আজ সকাল থেকে শরীরে কোনও কষ্ট বাড়তে পারে । প্রেমের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে । আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন এই সময় । গুরুজনদের পরামর্শ মেনে চলুন । বাড়িতে চুরি হওয়ার সংকেত দেখা যাচ্ছে । ধর্ম আলোচনায় আপনি এগিয়ে থাকবেন । আজ কর্ম জগতে জনপ্রিয়তা পেতে পারেন । দেহের কোনও অংশে খুব ব্যথা সৃষ্টি হতে পারে । কিছু কেনা বেচার জন্য অর্থ খরচ । আজ সারা দিন প্রচুর খাটুনি হতে পারে ।মকর
একটু সাবধানে থাকুন, অর্থ ক্ষতি হতে পারে । আজ গৃহে বা কর্মস্থানে মাথা প্রচুর ঠাণ্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা । আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে । মা বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে । আজ নতুন কোনও কর্মের সন্ধান করতে হতে পারে । অল্প সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে । প্রতিবাদী মনোভাবের জন্য সমাজে সম্মান বৃদ্ধি হতে পারে । সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে ।কুম্ভ
কাজের দিকে কোনও অনীহা আসতে পারে । আজ সারাদিন ব্যবসা ভাল চলবে কিন্তু পরে জটিলতা আসতে পারে । কারও জিনিসের দায়িত্ব আজ নেবেন না । সম্পত্তি কেনাবেচার শুভ সময় । যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন । আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে । সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ । অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন । সন্তানদের নিয়ে চিন্তা ।মীন
সকালের দিকে পিতার সঙ্গে কোনও বিবাদ বাধতে পারে । কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাধতে পারে । শরীরে কোনও সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে । অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে । প্রেমের জট ছেড়ে যাবে । ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে । শরীরে নানা রোগের উপদ্রব বাড়তে পারে । স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে । সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement