এক্সপ্লোর
যাত্রী বিক্ষোভের জেরে ছয় ঘণ্টা দেরিতে রাত সাড়ে তিনটেয় হাওড়া এসে পৌঁছল ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস
![যাত্রী বিক্ষোভের জেরে ছয় ঘণ্টা দেরিতে রাত সাড়ে তিনটেয় হাওড়া এসে পৌঁছল ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস Daily Passengers Agitation Delayed Black Diamond Express It Reached Howrah Station 6 Hrs Late যাত্রী বিক্ষোভের জেরে ছয় ঘণ্টা দেরিতে রাত সাড়ে তিনটেয় হাওড়া এসে পৌঁছল ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/07/23024145/hwh-black-diamond-express-arrive-still-1.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: পশ্চিম বর্ধমানের মানকর স্টেশনে যাত্রী বিক্ষোভের জেরে ছয় ঘণ্টা দেরিতে হাওড়ায় পৌঁছল ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। গতকাল রাত সাড়ে নটা নাগাদ হাওড়ায় আসার কথা থাকলেও সাড়ে ৩টে নাগাদ হাওড়া পৌঁছয় ট্রেনটি। ফলে চরম হয়রানির শিকার হয় যাত্রীরা।
প্রতিদিনই দেরি করে আসায় গতকাল রাত ৯টা নাগাদ মানকর স্টেশনে ট্রেনটিকে আটকে বিক্ষোভ দেখান যাত্রীরা। ভাঙচুর চালানো হয় স্টেশনের টাইম টেবিল বোর্ডে। যাত্রী বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলের আধিকারিক, রেল পুলিশ ও বুদবুদ থানার পুলিশ। রেল সূত্রে খবর, ওয়ারিয়া স্টেশনে সিগন্যালিং ব্যবস্থায় সমস্যা হওয়ায় ট্রেনটি দেরি করে মানকরে পৌঁছয়।
অন্যদিকে আসানসোল ডিভিশনের জনসংযোগ আধিকারিক বিশ্বনাথ মুর্মু জানিয়েছেন, যে ট্র্যাক দিয়ে ট্রেনটি আসে সেখান দিয়ে ঝাঁসি ও শতাব্দী এক্সপ্রেস যাওয়ায় এই ট্রেনটির পৌঁছতে দেরি হয়। প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভ চলার পর রাত ১১টা ৪৫ মিনিট নাগাদ সময় ট্রেন চালানোর আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়।
![যাত্রী বিক্ষোভের জেরে ছয় ঘণ্টা দেরিতে রাত সাড়ে তিনটেয় হাওড়া এসে পৌঁছল ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/07/23024145/hwh-black-diamond-express-arrive-still-2-300x225.jpg)
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)