অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: এবার বেসরকারি ট্যুর অপারেটরদের কোচ (Coach) বা ট্রেন (Rail) ভাড়া দেবে রেল। কত হবে যাত্রীদের ভাড়া? তা ঠিক করবে বেসরকারি সংস্থাই। রেলের (Eastern Railway) দাবি, সঠিক সময়ে চলবে এই বিশেষ ট্রেন (Special Train)।


লক্ষ্য আয় বাড়ানো। আর সেদিকে তাকিয়েই এবার আস্ত ট্রেন বা কোচ ভাড়া দিতে চলেছে রেল। দীর্ঘদিন ব্যবহার করা হয় না, অথচ অচলও নয়, এমন রেকই ভাড়া দেওয়া হবে বেসরকারি ট্যুর অপারেটরদের। বিভিন্ন পর্যটনস্থলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এর গণ্ডী।


ভারত গৌরব নামে এই বিশেষ ট্রেনের চাকা গড়াবে আগামী বছরের মার্চে। পূর্ব রেল সূত্রে খবর, সর্বনিম্ন দু’বছরের জন্য দেওয়া হবে ভাড়া। ২০ কোচের ট্রেনের ভাড়া হবে প্রায় ১৭ কোটি টাকা। বছরে ১০০ দিন চালাতে পারবে বেসরকারি ট্যুর অপারেটর। যাত্রীদের ভাড়া ঠিক করবে তারাই। আয় বাড়াতে কোচে দেওয়া যাবে বিজ্ঞাপন। প্রয়োজন অনুযায়ী বদল করা যাবে কোচের অন্দরসজ্জা। 


আরও পড়ুন, ওমিক্রন নিয়ে বাড়ছে আতঙ্ক, RT-PCR এও 'অধরা' ভাইরাস


তবে বেসরকারি সংস্থাকে দেওয়া ট্রেনের মোটরম্যান, গার্ড, রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে রেলেরই। রেলের তরফে দাবি করা হয়েছে, সঠিক সময়েই চলবে ভারত গৌরব। ব্যস, তাহলে আর দেরি কিসের। এখন থেকেই প্রস্তুতি নিয়ে ফেলুন নতুন সফরের।


এদিকে, ট্রেনে (Train) ফের মিলবে রান্না করা খাবার। সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ (Indian Railway)। তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বেস কিচেনগুলিতে। ট্রেনের যাত্রাপথে ফের মিলবে গরম গরম খাবারের স্বাদ। মেল, এক্সপ্রেসে (Express)ফিরে আসছে প্যান্ট্রি কার (Pantry Car)। সেই সঙ্গে খুলে যাচ্ছে বেস কিচেন।


রেল কর্তৃপক্ষের সিদ্ধান্তের পরই প্রস্তুতি শুরু শিয়ালদা (Sealdah) বেস কিচেনে। করোনা (Coronavirus) সংক্রমণের আশঙ্কায় গত বছর ট্রেনে বেস কিচেনে রান্না করা খাবার পরিবেশন বন্ধ করে দেওয়া হয়। চলতি মাসের শুরুতেই ট্রেনের সাধারণ পরিষেবা চালু করার সিদ্ধান্ত ঘোষণা করেছে রেল মন্ত্রক