রাণা দাস, পূর্ব বর্ধমান : সামান্য পাউডারের সাহায্য নিতেই পর্দা ফাঁস। ভ্যাকসিন নিয়ে গায়ে তৈরি চৌম্বকক্ষেত্রের দাবি গড়িয়ে গেল সামান্য পাউডারের প্রলেপ পড়তেই। বিজ্ঞান মঞ্চ থেকে চিকিৎসকরা সকলেই একবাক্যে জানিয়ে দিয়েছিলেন কোভিড ভ্যাকসিন নিয়ে গায়ে চৌম্বকক্ষেত্র তৈরি হচ্ছে যারা দাবি করছেন, সেটা একেবারেই ভুয়ো, ভিত্তিহীন। তাদের সেই দাবির আগেই সংবাদ আকারে প্রকাশও করা হয়েছে এবিপি লাইভ বাংলায়। এবার হাতেনাতে ধরা হল বুজরুকি।
রাজ্যের বেশ কিছু প্রান্ত থেকে এমনকি দেশেরও অনেক জায়গা থেকে অনেকে দাবি করছিলেন ভ্যাকসিন নেওয়ার পর তাদের গায়ে তৈরি হয়েছে চৌম্বকীয় ক্ষেত্র। পয়সা, মোবাইল, হাতা, খুন্তি সবই নাকি আটকে যাচ্ছে দেহে। তাদের গায়ে সেইসব আটকে প্রকাশ করা ভিডিও হয় ভাইরালও। কাটোয়ার বাসিন্দা সমীর দাসও দাবি করেছিলেন, তাঁর সঙ্গে হচ্ছে এমনটাই। সেখানে গিয়ে দেখাও যায়, সেই চিত্র। কিন্তু তারপরই পর্দা ফাঁস। সৌজন্যে অল্প পাউডার। যে ব্যক্তি দাবি করছিলেন তাঁর গায়ে চৌম্বকীয় ক্ষেত্র তৈরি হওয়ায় সব আটকে যাচ্ছিল, তাঁর পিঠে অল্প পাউডার ঢেলে ফের পরীক্ষা করার সময়ই উঠে এল আসল সত্য। তথাকথিত দাবি করা চৌম্বকীয় ক্ষেত্রের বাধা টপকে ধাতব যাই গায়ে লাগানোর চেষ্টা হল, সবই মুহূর্তে হল ভূপতিত। সমীর দাসের গায়ে আর আটকালো না কিছুই।
Fact Check: ভ্যাকসিন নিয়ে শরীরে চুম্বকের প্রভাব! ভিত্তিহীন-ভুয়ো দাবি
বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, বর্ষার সময় আবহাওয়ায় আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় শরীরে ঘাম বেশি হয় এবং সেই কারণেই এই সব জিনিসপত্র আটকে যাচ্ছে। আর শরীর ও ধাতব পদার্থগুলোর মধ্যে থাকা পৃষ্ঠটান সেই কাজে অল্প সাহায্য করছে। এর সাথে ভ্যাকসিন এর কোনো প্রভাব নেই। তারা সাফ জানিয়ে দিয়েছিল, ম্যাগনেট ম্যানরা শুধুমাত্র বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদের সেই দাবিই যে একশো শতাংশ সঠিক, আখেরে ভ্যাকসিন নিয়ে শরীরে চৌম্বক ক্ষেত্র তৈরি হওয়ার দাবি যে একেবারেই ভুয়ো ও ভিত্তিহীন, সেটাই হাতে নাতে প্রমাণ হয়ে গেল।
স্বঘোষিত ম্যাগনেটম্যানের দাবিকে নস্যাৎ করে কেন্দ্রীয় সরকারের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনও পরিষ্কার জানিয়ে দিয়েছিল, করোনার ভ্যাকসিন নিয়ে কোনও ব্যক্তির শরীরে চৌম্বকীয় ক্ষেত্র তৈরি হওয়া অসম্ভব। কেন্দ্রীয় সরকারের নোডাল এজেন্সি প্রেস ইনফরমেশন ব্যুরোও ট্যুইট করে জানিয়েছে, ভ্যাকসিন নিয়ে মানব চুম্বক হয়ে উঠছে বলে যে দাবি নেটমাধ্যমে ছড়িয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।
তাই ভ্যাকসিন নিয়ে শরীরে চৌম্বকক্ষেত্র তৈরির যে দাবি বিভিন্ন জায়গায় উঠেছে, তা যে একেবারেই ভুয়ো-ভিত্তিহীন তার পর্দা ফাঁস হয়ে গেল অল্প পাউডারের সাহায্যেই।