স্বামীকে জিজ্ঞাসাবাদে খুনির হদিশ, বরানগরে তরুণী খুনে গ্রেফতার প্রেমিক
উত্তর ২৪ পরগনা: একটি চিরকূটের সূত্র ধরে বরানগরে তরুণী খুনের কিনারা করল পুলিশ। গ্রেফতার প্রেমিক। বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে টানাপোড়েনের জেরেই খুন, দাবি পুলিশের। মঙ্গলবার সকালে বরানগরের নবীন দাস রোডের ট্যাক্সি স্ট্যান্ডে এক তরুণীর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর যায় পুলিশে। তদন্তকারীরা জানতে পারেন, মৃত রুমা পাল বরানগরেই ভাড়া থাকেন। তাঁর ঘর থেকে একটি চিরকুট পাওয়া যায়। মেলে একটি মোবাইল নম্বর। সেই সূত্রে খোঁজ পাওয়া যায় মৃতার স্বামীর। যিনি নিমতার বাসিন্দা। তাঁকে জিজ্ঞাসাবাদে উঠে আসে নয়া তথ্য। পুলিশ জানতে পারে, ৭-৮ মাস আগে স্বামী ও ১০ বছরের মেয়েকে রেখে বাড়ি ছাড়েন রুমা। থাকতে শুরু করেন বরানগরেরই বাসিন্দা, পেশায় ব্যবসায়ী পার্থ তালুকদারের সঙ্গে। ওই ব্যক্তিও বিবাহিত। তাঁর নামে বধূ নির্যাতনের মামলা রয়েছে! বুধবার রাতে তাঁতিপাড়া থেকে রুমার প্রেমিককে গ্রেফতার করে পুলিশ। জেরায় উঠে আসে চাঞ্চল্যকর তথ্য! সূত্রের খবর, বিয়ে করার জন্য প্রেমিককে লাগাতার চাপ দিচ্ছিলেন ওই তরুণী। সেই চাপ সহ্য করতে না পেরেই রুমাকে খুনের ছক কষেন পার্থ। সোমবার রাতে বাড়িতে বিরিয়ানি কিনে এনে, তাতে বিষ মেশান তিনি। নিজের জন্য আলাদা সরিয়ে রেখে, প্রেমিকাকে খাওয়ান বিষ মেশানো বিরিয়ানি! রুমা অচৈতন্য হয়ে পড়লে, ওড়নার ফাঁস দিয়ে খুন করেন প্রেমিক। দেহ লোপাটের জন্যও অভিনব কৌশল নেন অভিযুক্ত। কথা বলেন এক রিকশওয়ালার সঙ্গে। বলেন, স্ত্রী অসুস্থ, একটু হাসপাতাল নিয়ে যাব। কিন্তু মাঝপথে রিকশ চালকের মনে সন্দেহ হওয়ায়, দু’জনকেই নামিয়ে দেন। এরপর সেখানেই দেহ ফেলে পালান পার্থ তালুকদার।