কলকাতা: করোনা আবহের মধ্যেই আজ প্রকাশিত হল মাধ্যমিকের ফল। পরীক্ষার্থীদের বিগত পরীক্ষার মূল্যায়ণের ভিত্তিতে, ফল প্রকাশ করা হয়েছে। সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফল ঘোষণা করা হল।


সকাল ১০টা থেকে ফল জানা যাচ্ছে ওয়েবসাইটে। ফলাফল জানতে wb10.abplive.com ওয়েবসাইটে নজর রাখতে হবে। রেজিস্ট্রেশন নম্বর ও ডেট অফ বার্থ (জন্মতারিখ) দিলে জানা যাচ্ছে মাধ্যমিকের ফলাফল।


পাসের ইতিহাসে সর্বকালীন রেকর্ড গড়ে এবছর উত্তীর্ণ হয়েছেন ১০০ শতাংশ পরীক্ষার্থী। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, এবছর মাধ্যমিকে ১০০ শতাংশ পাস। 


Madhyamik Result 2021: প্রকাশিত মাধ্যমিকের ফল, সকাল দশটা থেকে জানা যাবে ওয়েবসাইটে


পরীক্ষা না হওয়ায়, এবছর কোনও মেধাতালিকা প্রকাশ করা হচ্ছে না।  এদিন  কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, 'প্রথম হয়েছেন ৭৯ জন। সকলের প্রাপ্ত নম্বর ৬৯৭। কোনও মেধাতালিকা প্রকাশ হচ্ছে না।'


মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, এবছর মোট পরীক্ষার্থী ছিল ১০ লক্ষ ৭৯ হাজার ৭৪৯।  স্কুল থেকে আজই মিলবে মার্কশিট।  এবছরও, wb10.abplive.com-এই ওয়েবসাইট মারফত ফল জানা যাবে। 


এবার মাধমিক বাতিল হওয়ায় স্বাভাবিকভাবে কোনও ছাত্রছাত্রী অ্যাডমিট হাতে পায়নি। রোল নম্বর কেউ জানে না। তাই রেজিস্ট্রেশন ও জন্মতারিখ দিয়ে নম্বর জানতে পারবে পরীক্ষার্থীরা। 


WB Madhyamik Result 2021: প্রকাশিত মাধ্যমিকের ফল, সকাল ১০টা থেকে রেজাল্ট wb10.abplive.com ওয়েবসাইটে


পরীক্ষার্থীদের প্রথমে, wb10.abplive.com-এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে।  এরপর ১০ ডিজিটের রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।  তারপর দিতে হবে ডেট অফ বার্থ (জন্মতারিখ)।  এভাবেই রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা। 


এবছর বিষয়ভিত্তিক গ্রেড ও নম্বরের সঙ্গে মোট গ্রেড ও নম্বর জানতে পারবেন পরীক্ষার্থীরা। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, আজই, পর্ষদের ৪৯টি ক্যাম্প অফিস থেকে মার্কশিট, সার্টিফিকেট, অ্যাডমিটকার্ড বিলি করা হবে স্কুলগুলিকে। 


WB Madhyamik Result 2021: প্রকাশিত মাধ্যমিকের ফল, প্রথম বিভাগে উত্তীর্ণ ৯০ শতাংশ পরীক্ষার্থী


এদিনই করোনা বিধি মেনে, স্কুল থেকে মার্কশিট দেওয়া হবে। তবে, কোভিড পরিস্থিতিতে, পরীক্ষার্থী নয়, অভিভাবকদের হাতে দেওয়া হবে মার্কশিট।পর্ষদ জানিয়েছে, সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখিয়ে, অভিভাবকদের মার্কশিট সংগ্রহ করতে হবে। 


অন্যদিকে, ২২শে জুলাই, অর্থাত্‍, বৃহস্পতিবার, দুপুর ৩টেয় উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ। বিকেল ৪টে থেকে ওয়েবসাইট মারফত ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এবারও পরীক্ষার্থীরা wb12.abplive.com ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন।