এক্সপ্লোর
Advertisement
প্রকাশিত মেডিক্যাল জয়েন্টের ফল, মেধা তালিকায় প্রথম দশে কলকাতার তিন পড়ুয়া
কলকাতা: রাজ্য মেডিক্যাল জয়েন্টের ফলপ্রকাশ। প্রথম সল্টলেকের চন্দ্রচূড় মণ্ডল। চন্দ্রচূড় অরবিন্দ ইনস্টিটিউট অফ এডুকেশনের ছাত্র। দ্বিতীয় স্থানে হিন্দমোটরের পার্লস অফ গড স্কুলের ছাত্র অনুরূপ মুখোপাধ্যায়। তৃতীয় সল্টলেকের বাসিন্দা, ক্যালকাটা বয়েজ স্কুলের ছাত্র সপ্তর্ষি ঘোষ। চতুর্থ স্থানে রয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র, দমদমের দ্বৈপায়ন চট্টোপাধ্যায়।পঞ্চম বহরমপুরের সৌম্যদীপ রায়। ষষ্ঠ সল্টলেকের অনির্বাণ দেব। মেধা তালিকায় সপ্তম স্থানে রয়েছেন হুগলির বাসিন্দা, অক্সিলিয়াম কনভেন্টের ছাত্রী তিয়াশা পাল। অষ্টম বালুরঘাটের বাসিন্দা, বালুরঘাট হাইস্কুলের স্বর্ণাভ নন্দী, নবম পশ্চিম মেদিনীপুরের রামকৃষ্ণ বিদ্যাভবনের ছাত্র সৈকত শ এবং দশম রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র খড়দার অরিৎ ভট্টাচার্য। ২০ জুলাই রাজ্য মেডিক্যাল জয়েন্টে বসেন ৫৪ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী। মেধা তালিকায় স্থান পেয়েছেন ১২ হাজার ১৮৩ জন।
এদিন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে ফল ঘোষণা করা হয়। ফল জানা যাচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে। ওয়েবসাইটগুলি হল– www.examtec.com, www.examresults.net, www.indiaresults.com. www.westbengaleducation.net, www.results.westbengaleducation.net।
ফল জানা যাবে মোবাইল ফোন থেকে এসএমএস করেও। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে WBJEE। স্পেস দিয়ে লিখতে হবে রোল নম্বর। পাঠাতে হবে 54242, 56263 বা 567675 নম্বরে।
শুক্রবার www.wbjee.nic.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র্যাঙ্ক কার্ড।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement