এক্সপ্লোর
Advertisement
সম্পর্কে বাধা, নদিয়ায় মায়ের হাতে ‘খুন’ দেড় বছরের শিশু
বগুলা: প্রণয়ের পথে বাধা হয়েছিল একরত্তি শিশু! তাই নিজের হাতে তার জীবন শেষ করে দিতে হাত কাঁপেনি মায়ের! পূর্ব বর্ধমানের কালনার ঘটনার পুনরাবৃত্তি এবার নদিয়ার হাঁসখালিতে। কালনায় মায়ের হাতে খুন হয়েছিল তিন বছরের শিশুকন্যা, হাঁসখালিতে প্রাণ গেল দেড় বছরের শিশুর।
শুক্রবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালি থানার গাজনা দুর্লভপাড়ায়। পুলিশ সূত্রে খবর, বছর দুয়েক আগে শান্তিপুরের রবি রাজোয়ারের সঙ্গে বিয়ে হয় গাজনা দুর্লভপাড়ার বাসিন্দা ঝরনা রাজোয়ারের। ৩ মাসের মাথায় মারা যান স্বামী। তখন ঝরনা গর্ভবতী। পুলিশ জানতে পেরেছে, শিশুপুত্র জন্মানোর পর কাজের সন্ধান মহিলা যান সুন্দরবনে। সেখানে তাঁর সঙ্গে আলাপ হয় ভীম সরদার নামে এক যুবকের। সম্পর্ক তৈরি হওয়ার পর ভীমকে নিয়ে মহিলা থাকতে শুরু করেন বাপের বাড়ির কাছে।
প্রতিবেশীদের অভিযোগ, দু’জনের প্রেমের পথে বাধা হয়ে দাঁড়ায় দেড় বছরের শিশুটি। প্রতিবেশীদের দাবি, এদিন সকালে মহিলার কান্নাকাটি শুনে ছুটে যান তাঁরা। গিয়ে দেখেন শিশুটির মৃত্যু হয়েছে।
কালনার ঘটনায় নজর ঘোরানোর জন্য শিশুকন্যার দেহ নিয়ে হাসপাতালে গিয়েছিলেন মা। পরে চেষ্টা করেছিলেন পালানোরও। কিন্তু শেষরক্ষা হয়নি। পুলিশ ও প্রতিবেশীদের দাবি, হাঁসখালির ঘটনায় অভিযুক্ত স্বীকার করেছেন ছেলেকে খুনের কথা। তদন্তকারীদের অনুমান, শ্বাসরোধ করেই খুন করা হয়েছে শিশুকে। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement